আস্সালামুআলাইকুম,
আমি এক জটিল সমস্যাই ভুগছি। প্রতিবার কম্পিউটার চালু করার সময় এই মেসেজ দিচ্ছে - Windows Script Host- Can not find script file "D:\WINDOWS\system32\killvirus.vbs".
এই সমস্যার সমাধান কি? কারও জানা থাকলে দয়া করে বলবেন। এখানে উল্লেখ্য যে killvirus.vbs ফাইলটিকে নড ৩২ এন্টিভাইরাস ভাইরাস হিসেবে ডিটেক্ট করে ক্লিন করেছে।
আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম সেমিস্টার, প্রথম বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
একেবারে সোজা সমাধান গুগল এ যেয়ে Windows Script Host- Can not find script file WINDOWS\system32\killvirus.vbs লিখে সার্চ দেন , দুনিয়ার সমাধান পাবেন। এরপর ও যদি সল্ভ না হয় আমরা তো আছি । আর lucky Fm ভাই এর সাথে ও যোগাযোগ করতে পারেন ।