কপি protected ডিভিডি বানাবো কিভাবে …..সাহায্য চাই

টেকটিউনারগন আমার একটা বিষয়ে আপনাদের সাহায্য প্রয়োজন। আমি এমন একটা ডিভিডি বার্ন করতে চাই যেটা কপি করা যাবে না। শুধুমাত্র ডিভিডি রিড করা যাবে।
অনেক দিন ধরেই নেটে সার্চ মারতাছি কিন্তু কাজের কোনো কিছু পাচ্ছি না।আপনাদের যদি এ বিষয়ে জানা থাকে আমার সাথে কি শেয়ার করবেন?
জিনিষটা আমার খুবই দরকার ছিল............

অন্য কোনো বুদ্ধি থাকলেও দিতে পারেন।

Level 0

আমি farhad sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“”আমি এমন একটা ডিভিডি বার্ন করতে চাই যেটা কপি করা যাবে না””
এমনটা জানা নেই তবে password protected ডিভিডি রাইট করতে চাইলে হেল্প করতে পারি। যোগাযোগ করুন [email protected]

ভাই Golden Hawk Technology আর cdsheild দিয়া করা যায় শুনছি ……………এগুলার full ভারসন কি কারো কাছে আছে?

সম্ভব না। যদি সম্ভবও হয়, লাভ নাই। একে কপি করার জন্য অন্য সফটওয়্যার আছে। password protected করে আপনার লাভ নাই, কারণ আপনিতো চান অন্যরা রিড করুক। গুগলে “”ডিভিডি কপি করতে গেলে “This DVD is copy-protected” এরর দিচ্ছে? “” লিখে সার্চ দেন। প্রথমে সি এ ই.বিডি এর সাইট আসবে। ঐখানে দেখেন কিভাবে কপি প্রটেক্টেড ডিভিডিকে অন্য একটি সফটওয়্যার দিয়ে কপি করছে ! সুতরাং কপি প্রটেক্টেড করার চিন্তা বাদ দেন। না হলে নিজে একটা সফটওয়্যার বানানোর চেষ্টা করুন। সফল হলেও হতে পারেন।কারণ কোন কিছু অসম্ভব নয়।

আমি একটা ডেমো ভারসন ডাউনলো করে দেখলাম …. সফটওয়্যার টার নাম সি ডি আর উইন…বুঝতে পারলাম না কি ভাবে কায হবে ?

Level 0

আমার এক ভাই copy-protected ডিভিডি করেছিলো সেটা ও নিজে হাতে করেছিলো সেটা থেকে কোন ভাবেই কপি করা যেত না, না dvd to dvd or dvd to hard disk ও আমাকে বলেছিলো জে ও নাকি ভিসুয়াল বেসিক ব্যবহার করে এটা করতে পেরেছিলো বাফার মেমোরির হেরফের করে তাই আপনারা যারা ভালো ভিসুয়াল বেসিক জানেন তারা চেষ্টা করলে হতেও পারে

Jadi Apnar kaca akhon Softer ta Collection thaka please amaka download link diban.

Amar khub darkar

Level 0

ami DVD disk ke password diye burn korte chai plz help me