জরুরি সাহায্য দেখুন আমার কম্পিউটারে access violation কি দেখাচ্ছে আমি বুঝতিছি না? তাছাড়া আরেকটি সাহায্য।

আমি একটি সমস্যায় পড়েছি। আমার কম্পিউটারে মাঝে মাঝেই দেখাচ্ছে যে access violation at address 00000000. আমি কিছুই বুঝতিছি না কি করব। দয়া করে কেউ সাহায্য করেন।

2010-05-09 12 56 48

আর একটি সাহায্য চাই সেটা হল আমি তো idm ৫.১৫ এবং mozila firefox ৩.৬ ব্যবহার করতাম। মানে অনেক আগে এগুলো ডাউনলোড করেছি। এখন আপডেট করার পর idm ৫.১৯ এবং mozila firefox ৩.৬.৩ ব্যহার করি। তবে আমার কম্পিউটারে idm 5.15 and mozila firefox 3.6 এর সেটাপ ফাইল টা আছে। এখন যদি আমি এগুলো ডিলিট করে দেই তাহলে কি আমাকে আবার idm 5.15 and mozila firefox 3.6 সেটাপ করে আপডেট করতে হবে। আমি কি idm 5.19 and mozila firefox 3.6.3 সরাসরি সেটাপ দিতে পারব না?
দয়া করে আপ্নারা কেউ জানলে আমকে সাহায্য করেন।

আর শেষ কথা আমি একটি ছোট একটি ওয়েবসাইট সম্বন্ধে টিউন করেছিলাম এবং সেটা draft এ সেভ করায় ৬ তারিখে প্রকাশ করেছি এবং উঠে আছে ৪ তারিখ তাই সেটা পিছনে চলে গেছে। এই ছোট ওয়েবসাইট টা আপনাদের কাজেও লাগতে পারে বা মজা লাগতে পারে। তাই নিচের লিঙ্কে একটু ঢূ মেরে দেখতে পারেন।

<a href="https://www.techtunes.io/internet/tune-id/23083/"ওয়েবসাইটে বিভিন্ন টেক্সট এ্যনিমেটেড করুন।

Level 0

আমি মুরশেদ আকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 343 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম সমস্যার কারন হলো আপনার পিসিতে ডাইরেক্ট এক্স সফটটা ইন্সটল নাই এটা এই্ লিংক হতে ডাউনলোড হতে ইন্সটল করে নিন তাহলেই হবে http://www.microsoft.com/windows/directx/downloads/drx81.asp বুঝতে সমস্যা হলে এই লিংকটা দেখুন http://forum.teamspeak.com/showthread.php?t=32
আর ২য় সমাধান হচ্ছে এত ভেজালে না গিয়ে লেটেস্ট ভার্সনটা ইন্টারনেট হতে নামিয়ে নিন তাহলেই হবে।পুরাতন ভার্সণ সেটাপ দিলে আবারও আপডেট করতে হবে।

    আপনাকে অনেক ধন্যবাদ মামুন ভাই তবে আমার কম্পিউটারে তো direct x সেটাপ দেওয়া আছে।

    আর মামুন ভাই WHQL টা কি?

Level 0

Access violation টা আমি বুঝতে পারছি না,তবে মজিলা এবং IDM এর ব্যাপারে হেল্প করতে পারি।আপনার কাছে Mozilla 3.6.3 এবং IDM 5.19 এর Setup ফাইল থাকতে হবে,তাহলে আপনি Mozilla 3.6.3 এবং IDM 5.19 সরাসরি ইন্সটল করতে পারবেন,কোন আপডেট লাগবে না।আর যদি না থেকে থাকে তবে যেই ভার্সন Setup দিবেন সেই ভার্সনই ইন্সটল হবে।আর আপনি এখন Mozilla 3.6 এবং IDM 5.15 এর Setup ফাইল ডিলিট করে দিলেও আপনার Mozilla 3.6.3 এবং IDM 5.19 থাকবে;যতক্ষণ না আপনি আবার Windows Setup দেন।

Level 0

১—-> Windos Setup দিন…

আপনি আপনার র‌্যামটি ubuntu 10.04 দিয়ে টেষ্ট করে দেখতে পারেন। এক্ষেত্রে সামান্য সমস্যা থাকলে তা দূর হবে আর বেশি সমস্যা থাকলে র‌্যামটি পরিবর্তন করতে হবে।

idm crack file Download Link http://www.mediafire.com/file/dydwywgyyzw/IDM Crack By rm2334.exe

আপনার ওয়েব ব্রাউজারের সমস্যা ব্রাউজার পরিবর্তন করুন এবং idm আনলিমিটেড রাখুন ক্র্যাক ফাইল দিয়ে । আমি আপনাকে ক্র্যাক ফাইল ডাউনলোড লিংক দিয়েছি

    কাকা ভাই আমার কাছে আছে।ধন্যবাদ। আমি ক্রাক চাই নাই।

Aponar j problem tar jonne windows setup dia then Firefox new ta download kore then use korte paren..bcoz apni jevabe update thakte chassen seta ekmatro Firefox portable kore nile windows setup er poreo thakte pare..but portable firefox er ekta problem xit korle cookies and history sob delete hoe jay..ar IDM new crack download na korte cyle sei update kora ta keo portable banie use korun.taholei to hoe jay…ami windows newlyt install dile most of software install dei na.most of portable thake.. 😉 as like nimbuzz,KMplayer,Ccleaner,Ccleanup,Oxford dictionary,Advance care system,Gtalk,Opera, etc

ধন্যবাদ আপনাকে।