আমি একটি সমস্যায় পড়েছি। আমার কম্পিউটারে মাঝে মাঝেই দেখাচ্ছে যে access violation at address 00000000. আমি কিছুই বুঝতিছি না কি করব। দয়া করে কেউ সাহায্য করেন।
আর একটি সাহায্য চাই সেটা হল আমি তো idm ৫.১৫ এবং mozila firefox ৩.৬ ব্যবহার করতাম। মানে অনেক আগে এগুলো ডাউনলোড করেছি। এখন আপডেট করার পর idm ৫.১৯ এবং mozila firefox ৩.৬.৩ ব্যহার করি। তবে আমার কম্পিউটারে idm 5.15 and mozila firefox 3.6 এর সেটাপ ফাইল টা আছে। এখন যদি আমি এগুলো ডিলিট করে দেই তাহলে কি আমাকে আবার idm 5.15 and mozila firefox 3.6 সেটাপ করে আপডেট করতে হবে। আমি কি idm 5.19 and mozila firefox 3.6.3 সরাসরি সেটাপ দিতে পারব না?
দয়া করে আপ্নারা কেউ জানলে আমকে সাহায্য করেন।
আর শেষ কথা আমি একটি ছোট একটি ওয়েবসাইট সম্বন্ধে টিউন করেছিলাম এবং সেটা draft এ সেভ করায় ৬ তারিখে প্রকাশ করেছি এবং উঠে আছে ৪ তারিখ তাই সেটা পিছনে চলে গেছে। এই ছোট ওয়েবসাইট টা আপনাদের কাজেও লাগতে পারে বা মজা লাগতে পারে। তাই নিচের লিঙ্কে একটু ঢূ মেরে দেখতে পারেন।
<a href="https://www.techtunes.io/internet/tune-id/23083/"ওয়েবসাইটে বিভিন্ন টেক্সট এ্যনিমেটেড করুন।
আমি মুরশেদ আকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 343 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম সমস্যার কারন হলো আপনার পিসিতে ডাইরেক্ট এক্স সফটটা ইন্সটল নাই এটা এই্ লিংক হতে ডাউনলোড হতে ইন্সটল করে নিন তাহলেই হবে http://www.microsoft.com/windows/directx/downloads/drx81.asp বুঝতে সমস্যা হলে এই লিংকটা দেখুন http://forum.teamspeak.com/showthread.php?t=32
আর ২য় সমাধান হচ্ছে এত ভেজালে না গিয়ে লেটেস্ট ভার্সনটা ইন্টারনেট হতে নামিয়ে নিন তাহলেই হবে।পুরাতন ভার্সণ সেটাপ দিলে আবারও আপডেট করতে হবে।