উবুন্টু ১০.০৪ ইন্সটলে সমস্যা, সাহায্য চাই

আমি উবুন্টুর নতুন ভার্সন ১০.০৪ নেট থেকে ডাউনলোড করে  সিডি বার্ণ করে ইন্সটল করার চেষ্ট করেছিলাম।  ৩৫% ইন্সটল হবার পর নিচের এই মেসেজ টি দেখায়।

The installer encountered an error copping file to the hard disk.

[Errno 5] Input/output error.

This is ofter due to a faulty CD/DVD disk or drive, or a faulty hard disk, it may help to clean the CD/DVD, to burn the CD/DVD at a lower speed, to clean the CD/DVD drive lens (cleaning kits are often available from electronics suppliers) to  check whether the hard disk is old and in need of replacement, or to move the system to a cooler environment.

এখন আমার কি করনীয় তা জানালে উপকৃত হব। উল্লেখ্য যে, আমার কাছে উবুন্টুর ৭.০৪ এর সিডি আছে এবং তা কোন সমস্যা ছাড়াই ইন্সটল হয় এবং পিসি রান করে। কি করলে আমি ১০.০৪ ইন্সটল করতে পারবো? আমি কি ৭.০৪ থেকে নেট এর মাধ্যমে আপডেট করে ১০.০৪ এ আসতে পারবো? উইন্ডোজ এ যেমন সার্ভিস প্যাক ২ থেকে সার্ভিস প্যাক ৩ আপগ্রেড করতি পারি।

Level 0

আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে সিডিতে বার্ন করবেন সেই সিডিতে সমস্যা আছে মনে হচ্ছে।নতুন সিডি দিয়ে চেষ্টা করেন বা ফ্রী সিডির জন্য রিকোষ্ট করুন।আর আপনি আপগ্রেড করতে পারবেন না ।নতুন করে ইন্সটল করতে হবে।

    Level 0

    ধন্যবাধ কেমন্টস করার জন্য। আিম িক উবুন্টু েপনড্রাইভ েথেক ইন্সটল করেত পারেবা? ধন্যবাধ আপনােক।

    আপনার মাদাবোর্ড boot from usb সাপোর্ট করলে পারবেন।

    ভাই আপনি নতুন সিডিতে বার্ণ করে দেখেন। আমারও একই সমস্যা হত এখন ঠিক হয়ে গেছে।

Level 0

হা আমার ত মনে হচ্ছে এটা disk এ সমস্যা

এটা সাধারণত iso ফাইলটা করাপ্টেড থাকলে হয় । আপনি http://downloads.sourceforge.net/portableapps/winMd5SumPortable_1.0.1.55_Rev_3_English.paf.exe?download এখান থেকে md5 চেকারটা ডাউনলোড করে iso ফাইলটার md5 চেক করে দেখুন d044a2a0c8103fc3e5b7e18b0f7de1c8 এটা আসে কিনা । যদি না আসে তবে বুঝতে হবে করাপ্টেড ।

সবচেয়ে ভালো হয় টরেন্ট থেকে ডাউনলোড করলে … করাপ্টেড হবার ভয় থাকে না ।

    Level 0

    আপনার কথা ও ঠিক…………

    আই এস ও করাপ্তেদ থাকলে ও এটা হতে পারে