আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ৪ বছরের মধ্যে আজকে টেকটিউনস এ সাহায্যের জন্য একটা পোষ্ট করলাম। আশা করি আমি নিরাশ হব না।
আমার Symphony W90 Xplorer(Rooted) ফোনটিতে আজকে সকালে কিছু অ্যাপস ইনস্টল দেই। এক পর্যায়ে একটা অ্যাপস ইনষ্টল এর সময় ফোন রিস্টার্ট চায়। আমি রিষ্টার্ট দেই কিন্তু এর পর আর আমার ফোন চালু হয় না। শুধু Symphony লোগো পর্যন্ত এসে থেমে থাকে। আমি কয়েকবার রিস্টার্ট দেই কাজ হয় না। এরপর কয়েকবার রিসেট ফ্যাক্টরি দেই। তারপরও সেম অবস্থা। গুগরে সার্চ দিয়ে কয়েকটা সমাধান Apply করছি কিন্তু তাও হচ্ছে না। আপনাদের কেউ যদি সমস্যাটার সমাধান জানেন দয়া করে কমেন্টে শেয়ার করলে আমি অনেক উপকৃত হব।
আমি জুয়েল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রিসেট ফ্যাক্টরি দেয়ার পর কাজ না হলে ফার্মওয়্যার নতুন করে ফ্ল্যাশ দিতে হবে ……
এক্ষেত্রে কাস্টমার কেয়ার নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই …