অভিজ্ঞ টেকি ভাইদের কাছে হেল্প চাই!! নেম চিপ হতে একটি ডোমেইন ক্রয় করতে চাই! এখানে পেমেন্ট হিসাবে কোন কার্ড ব্যবহার করব?

আসসালামু আলাইকুম। আমি টেকটিউনের একজন পূরাতন ভিজিটর। টেকটিউনস থেকে বিভিন্ন টেকি ভাইদের লেখা পড়ে অনেক কিছু শিখতে পেরেছি এবং বর্তমানে অনেক কিছু জানছি।

বর্তমানে আমি ব্যক্তিগত একটি ব্লগ সাইট তৈরি করার কথা ভাবছি। অলরেডি গুগল ব্লগ স্পট সাইটে কাজ করছি এবং সেখানে একটি কাষ্টম ডোমেইন সেট করার কথা ভাবছি। সেইজন্য একটি টপ লেবেল ডোমেইন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে মনে করছিলাম দেশী প্রতিষ্ঠান হতে নিব। কিন্তু দেশের প্রোভাইদের ভালো সুবিধা না দেওয়ার কারনে ট্রাস্ট/ভরসা করতে পারছিনা। কেননা, তাদের সবাই একই নীতিতে চলে, ডোমেইনের পূর্ণ নিয়ন্ত্রন অআমাকে দেবে না, কোথাও ট্রান্সপার করার সময় টালবাহানা শুরু করবে এই সব ৭/৫ ভেবে ঠিক করেছি বিদেশী প্রতিষ্ঠান নেম চিপ বা গোডেডী হতে একটি ডোমেইন নিব।

কিন্তু নেম চিপ সাইট হতে ডোমেইন ক্রয় করতে গিয়ে অসুবিধাতে পড়েছি। তাহলো গেটওয়ে পেমেন্ট করতে পারছিনা তাদেরকে-

আমি জানিযে, তাদের (নেম চিপের) পেমেন্ট করতে মাস্টার ডেবিট/ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, পেপাল ইত্যাদি লাগে। বর্তমানে দেশে পেপাল চালু নাই। অপরদিকে আমার  ডাচ বাংলা ব্যাংকের একটি মাস্টার ডেবিট কার্ড রয়েছে সেখানে প্রায় সময়ই পর্যাপ্ত টাকা থাকে। কিন্তু নেচ চিপের ঘরে অআমার প্রয়োজনীয় তথ্যাদি ও মাস্টার কার্ডের সঠিক তথ্য যেমন- কার্ডের ধরন, কার্ডের নং, ৩ অক্ষরের সিবি কোড সবই দিয়েছি। কিন্তু এপ্রুভ হচ্ছে না। কারনটাই বুঝতে পারছিনা। পরে অবশ্য ডাচ বাংলা ব্যাংকে যোগাযোগ করেছিলাম। তারা বললেন, ডাচ বাংলা ব্যাংকের মাস্টার ডেবিট কার্ড দ্বারা বিদেশের পেমেন্ট করা যাবেনা, শুধুমাত্র দেশের জন্য। অআমি ব্যাপারটাই বুঝতে পারলাম না- যে, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তারা ভূল বলছেন নাকি নিজের ভূল! যদি অআমার এই কার্ড দ্বারা বাইরের গেটওয়ে পেমেন্ট না দেওয়া যায় তাহলে এই কার্ড নেওয়াটার অর্থ কি?

যাইহোক অভিজ্ঞ ভাইয়েরা বিষয়টি বুঝতে পেরেছেন। সর্বশেষে আমি জানতে চাচ্ছি বাংলাদেশে এমন কোন ব্যাংক আছে যাদের কার্ড দ্বারা আমি নেম চিপের পেমেন্ট করতে পারি। অথবা অন্য কোন ব্যবস্থা থাকলে তাহা জানালে উপকৃত হই।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশী কোন কার্ড এপ্রোভ হয় না, হলে তো কেউ বাংলাদেশী প্রতিষ্ঠানের কাছে ধর্না দিত না। থাকলে ইন্টারনেশনাল কার্ড ব্যবহার করুন।