এডমিনের দৃষ্টি আকর্ষন: কমেন্ট ও টিউন করা নিয়ে সমস্যা

গত কিছু দিন ধরে কমেন্ট করলে তা পাবলিশ হচ্ছেনা এবং টিউনও করতে পারছিনা। কি কারনে এমন হচ্ছে আমি বুঝতে পারছিনা। আমার কমেন্ট কি মডারেশন করা হচ্ছে নাকি টেকটিউনের সমস্যা নাকি অন্য কোন কারন আছে? এডমিন/মডারেটরের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করলাম।

সবাই ভাল থাকবেন। সবার জন্য শুভ কামনা।

Level 0

আমি FeRdOuS @ FaSiK (ফাসিক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুক: http://www.facebook.com/fasikbd | টুইটার: http://www.twitter.com/fasikbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এডমিনের উত্তর আশা করছি আমরা

ভাইজান আমি তো আর এডমিন না। তারপরেও বলতে হয় যেহেতু আপনি সমস্যায় আছেন। সব সাইটেই এডমিন বা পরিচালকরা ব্যবহারকারীদের গতিবিধি লক্ষ্য করেন। কারোও কোন ত্রুটি থাকলে এডমিনরা তাকে প্যান্ডিং এ ফেলে রাখেন। আমার মনে হয় আপনার কোন কর্মকান্ড দ্বারা এডমিন আপনাকে প্যান্ডিং এ ফেলে রেখেছেন। আপনি অতিস্বত্বর পরিচালকদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করুন প্রয়োজনে তাদেরকে ই-মেইল পাঠান। নীচের দিকে টেকটিউনস যোগাযোগ লিংক আছে।
আমরাও আপনার ব্যাপারে পরিচালকদের দৃষ্টি আকর্ষন করছি।

এডমিন ভাই তাড়াতাড়ি ব্যবস্থা নেন।

দোস্ত আজ শরীর খুব খারাপ তাই আসতে পারি নাই।

আমিও খুব সমস্যায় আছি একটা কমেন্ট দুই/তিন বার করে দিতে হয় মাঝে মাঝে

আপনার কমেন্টস স্পাম হিসেবে ধরা হয় হয়তো কেউ আপনাকে স্প্যাম হিসেবে সিলেক্ট করেছে এজন্য সমস্যা হচ্ছে।আর টিউন করা নিয়ে কি সমস্যা হচ্ছে বিস্তারিত বললে ধরতে পারতাম কি সমস্যা।একটু বিস্তারিত বলেন ।আর আপনার কমেন্টস এর ব্যাবস্হা ঠিক হয়ে যাবে খুবই তাড়াতাড়ি