আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন।বেশ কয়েকদিন ধরে একটি স্মার্টফোন কিনব বলে ভাবছি।আমার বাজেট হল ১৫-২০ হাজার টাকা।নকিয়া কিংবা স্যামসাং এর মধ্যে আমার আকর্ষণ একটু বেশি।আমি যেধরণের মোবাইল চাই নিচে তার কয়েকটা বিষয় উল্লেখ করলাম
১। ফ্রণ্ট ক্যামেরা থাকতে হবে
২। নকিয়ার মধ্যে হলে উইনডোজ জ সিস্টেমের হতে হবে
৩। স্যামসাং এর হলে এন্ড্রয়েড
৪। গেম্স এবং ব্রাউজিং সুবিধা
৫। বাকিটা আপনারা যেটা ভালো মনে করেন.…
মনে হয় বেশি বলে ফেললাম যদিয় বাজেট অল্প।দয়া করে আমাকে হেল্প করুন।
আমি Bashar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
samsung galaxy core কিনতে পারেন। দাম 21’000-22’000 টাকার মত হবে। কিন্তু এর ফিচার গুলু দেখার মত। বাজেট 20’000 টাকার মত হলে সামান্য টাকা যোগ করে এই অসাম স্মার্টফোনটি কিনে দেখতে পারেন।