সাধারনত পিসি তে বিদ্যুৎ সংযোগ দিলে মাউস এর বাতি(light) জ্বলে উঠে,
তারপর পিসি এর পাওয়ার বাটন press করলে পিসি অন বা চালু হয়।
কিন্তু আজকে আমার পিসি তে বিদ্যুৎ সংযোগ দিলে মাউস এর বাতি(light) জ্বলে উঠতেসে না 🙁
তাই পাওয়ার বাটন press করলে পিসি অন বা চালু হইতেসে না 🙁
এখন আমার প্রশ্ন এটা কি পিসির Power Supply এর সমস্যা নাকি Mother board এর সমস্যা নাকি অন্য কোন সমস্যা ?
আমি কিভাবে নিশ্চিত হব এইটা কিসের সমস্যা ?
ধন্যবাদ
আমি আল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
12/07/2011