কোন প্রকার ভনিতা না করেই সরাসরি আমি আমার মূল কথায় চলে যাচ্ছি। বেশ কয়েক দিন ধরে আমার পায়জা একাউন্টটি হোল্ড হয়ে রয়েছে। ফলে আমার পায়জায় নিচের ছবি দেখাচ্ছিল।
কোন কিছু করা যাচ্ছিল না। এদিকে মাইক্রোওয়ার্কসে আমার পেমেন্ট উইথড্রো করতে পারছি না। এক প্রকার জিন্দা লাশ হয়ে পরে ছিল, আমার পায়জা একাউন্টটি। এর দরুন আমি পায়জা সার্পোটে আমার সমস্যা জানিয়ে ইমেল করি।এখন তারা আমাকে একটি ইমেল সেন্ট করেছে। ইমেলটি নিচে উল্লেখ করা হলো।
Subject: Account Status Temporary Hold
Hello Mr. Akanda,
Thank you for contacting Payza.
As one of the most secure and reliable online payment processors, we adhere to a comprehensive security policy for the protection of our network and to comply with various laws and legislation.
In keeping with these policies, we will request that you reply to this email and provide the following information:
We appreciate your cooperation and thank you for helping us maintain the security of our network.
The Account Security Team
বিঃদ্রঃ- বিগত কয়েক মাস আমি পিডি-প্রক্সি ইউস করেছি। এখন প্রক্সিফায়ার ইউস করছি। আশা করি, আমি কি বলতে চাচ্ছি, ব্যাপারটা বুঝবেন। এখন আমি তাদের কি লিখে ইমেল পাঠাবো। আপনাদের কাছে পরমর্শ চাচ্ছি। প্লিস হেল্প মি।
আমি Al-Imran Akanda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ও তো একই অবস্থা ভাই , কী করব বুঝতেছি না? আপনার সমাধান হলে আমাকে পারলে একুটু জানান দিয়েন, আমার ইমেল হচ্ছে , [email protected]