ভাইরাসের যন্ত্রণা হতে মুক্তি পেতে চাই (সাহায্যের হাতটি বাড়িয়ে দিন)

আমি যখন আমার পেনড্রাইভটি কোন স্টুডিও অথবা কোন কম্পিউটার কম্পোজের দোকানে প্রিন্ট করার কাজে অথবা কোন বন্ধুর পিসিতে সংযুক্ত করি তখন আমার পেনড্রাইভটিতে ভাইরাস ঢুকে পড়ে। এইতো গত কালকে একটি ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্টের জন্য নিয়েছিলাম তাতে করে ভাইরাস ঢুকে পড়ে । জানি না ঐ সমস্ত পাবলিক কেমন ধরনের এন্টিভাইরাস ব্যবহার করে । আমি আভিরা প্রিমিয়াম সুইট এবং ইউএসবি ডিস্ক সিকিউরিটি ব্যবহার করি । আমার পিসিতে পেনড্রাইভটি চেক করা মাত্রই দেখি ভাইরাসে ভরপুর । তাই পেনড্রাইভটি অন্যের পিসিতে সংযুক্ত করতে মন চায় না । আবার পেনড্রাইভ ব্যবহার না করেও পারা যায় না।

বিজ্ঞ টিউনার ও ভিজিটর সদস্যরা আপনাদের কাছে আমি একটা বিষয় জানতে চাই আর তাহা হল, কিভাবে আমার পেনড্রাইভটিকে অন্যে পিসির ভাইরাস হতে প্রোটেক্ট করতে পারি ? আমি চাচ্ছি এমন কোন প্রোটেক্টশনাল সফট আছে কি, যা পেনড্রাইভটিতে রাখলে পেনড্রাইভটিতে ভাইরাস প্রবেশ করবে না ?


Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্সে চলে আসুন । উবুন্টু বা লিনাক্স মিন্ট ব্যবহার করুন আর চিরবিদায় জানান ভাইরাসকে 🙂

    জামাল ভাই, ভাইরাসগুলো আসে অন্যের পিসি হতে, আর আমার পিসিতো ভাইরাস মুক্ত। সবাইতো লিনাক্স বা উবুন্টু চালাবে না ।

    (*) ………..

১। যে যাই বলুক চোখ কান বন্ধ করে (একটু কষ্ট হলেও) ক্যাসপারস্কি ইন্টারনেট এডিশন ২০১০- এন্টিভাইরাস সফটওয়্যারটি কিনে ফেলুন।
২। দাম প্রায় ১১০০ টাকা। পিসি ফরম্যাট ও ইন্টারনেট কানেকশন দিয়ে ক্যাসপারস্কি ইনষ্টল করার পর অটোম্যাটিক আপডেট দিয়ে রাখুন। পিসি এবং যে কোন রিমুভেবল ড্রাইভে ভাইরাস যন্ত্রণা থেকে ১ বছর সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন। কেননা, প্রবাদ আছে যারা এন্টিভাইরাস বিক্রি করে, তারাই ভাইরাস ছড়িয়ে দেয়। তাই ফ্রি ভার্সন, ট্রায়াল ভার্সন বা বেটা ভার্সন- মোট কথা, ফ্রি ভার্সনের যাই ব্যবহার করুন না কেন কোন না কোন অশান্তি থেকেই যাবে।
৩। ক্যাসপারস্কি-তে নিজের একাউন্ট খুলুন। ভাইরাস বা পিসি সংক্রান্ত যে কোন প্রশ্ন বা সমস্যা জানিয়ে ক্যাসপারস্কি ল্যাবে ইমেইল করে দেখুন।

    রিপন ভাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আমার পেনড্রাইভটিকে রক্ষা করার উপায় জানতে চাচ্ছিলাম । আমার প্রশ্নটি ছিল—
    এমন কোন প্রোটেক্টশনাল সফট আছে কি, যা পেনড্রাইভটিতে রাখলে পেনড্রাইভটিতে ভাইরাস প্রবেশ করবে না ?

৪। ভাইরাসের কোন সীমানা নেই। ভাইরাস উইন্ডোজের যে কোন ড্রাইভে কোন না কোন দিন প্রবেশ করবেই। প্রবেশ করার সাথে সাথে মরে গেলেও মরার আগে এর একটাই লক্ষ্য থাকে ড্রাইভে প্রবেশ করা। এমন কোন সফটওয়্যার যদি থাকতো যে পেনড্রাইভে রাখলে পেনড্রাইভে ভাইরাস প্রবেশ করবে না, তাহলে পিসির সবগুলো ড্রাইভে ঐ সফটওয়্যারের একটা করে কপি সবাই রেখে দিতো আজীবন। এন্টিভাইরাসের পেছনে কোটি কোটি টাকা খরচ করতো না।
৫। ”এমন কোন প্রোটেক্টশনাল সফট আছে কি, যা পেনড্রাইভটিতে রাখলে পেনড্রাইভটিতে ভাইরাস প্রবেশ করবে না ?”- প্রশ্নটি ইংরেজীতে ট্রান্সলেট করে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন।

    পরামর্শ দেওয়ার জন্য রিপন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ ।

আমার লিংকগুলো দেখেন।আশাকরি চিন্তামুক্ত থাকতে পারবেন। কোন এন্টিভাইরাস লাগবেনা।
http://www.itechbangla.com/viewtopic.php?f=28&t=339
http://www.itechbangla.com/viewtopic.php?f=28&t=463
http://www.itechbangla.com/viewtopic.php?f=28&t=446