আমি একটা এনড্রয়েড ফোন কিনতে যাচ্ছি । কিন্তু আমি একটা বিষয়ে কনফিউজড । বিষযটা হল এনড্রয়েড ফোন এবং এনড্রয়েড ট্যাব এর মধ্যে বেসিক পাথর্ক্য টা আসলে কী ? শুধু সাইজ ছাড়া অন্য কোন হার্ডওয়ার বা সফটওয়ার জনিত কোন পার্থক্য কী এদের মধ্যে আছে । নাকি নেই ? আমি যদি ফোন কিনি তবে কী ট্যব এর সব কাজ করতে পারব ? নাকি ট্যাব কিনলে ফোন এর সব কাজ করতে পারব ? সবাই দয়া করে যে যা জানেন তাই বলে আমাকে সাহায্য করুন । আমি বিভিন্ন সাইটে এ গিয়ে জানতে চেষ্টা করলাম কিন্তু বিষয়টা খুব ক্লিয়ার করে কোথাও বলা নেই ।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
I am a regular member of techtunes . I have created a web . please visit my website http://www.itsegment.net
and like it on http://www.facebook.com/itsegment