Payoneer এ আর পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যাবে না Your Payoneer Card Application Has Been Declined

আমি অনেকবার চেষ্টা করেও পারলাম না। তারপর সরাসরি Payoneer প্রতিনিধিদের সাথে চ্যাট করে জানতে পারলাম এখন আর সরাসরি কোন রেফেরেল লিঙ্ক থেকে পারসনাল অ্যাকাউন্ট করা সম্ভব না। আমি অনেকবার ঠিকঠাক ভাবে চেষ্টা করার পর বার বার একই উত্তর পেলাম ইমেইল এ Your Payoneer Card Application Has Been Declined।

কেউ যদি এখন Payoneer এ সহজেই অ্যাকাউন্ট খলার কোন উপায় জেনে থাকেন দয়া করে শেয়ার করেন ............।।

Level 0

আমি serverb1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি Payoneer এর page থেকে সরাসরি Account করেন, তাহলে কোন সমস্যা হবে না। আমি নিজে ব্যক্তিগত ভাবে সরাসরি Account Open করেছি। আমার কিন্তু কোন সমস্যা Face কনি নাই। http://www.payoneer.com/ এই link থেকে করেন।

আপনি Payoneer এর page থেকে সরাসরি Account করেন, তাহলে কোন সমস্যা হবে না। আমি নিজে ব্যক্তিগত ভাবে সরাসরি Account Open করেছি, আমার কিন্তু কোন সমস্যা হয়নি http://www.payoneer.com/ এই link থেকে করেন।

Level 0

আপনি কি আয় মাস এ করসেন ভাই ? আগে তো আমিও করচিলাম ২ টা কোন সমশা হয়চিল না। একটু উত্তর দিলে উপকার হয় তো।

আমার ও সেম Problem হইছিল, আমি ওদের সাথে চ্যাট করছিলাম। আমাকে Govement ID এর স্কান কাপ দিতে বলছিল & দিয়েছিও, এখন ও pending আছে। May be এক সপ্তাহের মাধ্যে Approve হবে।….

আমি এক্ষেত্রে সাহায্য করতে পারি। apply করার সাথে সাথেই application declined হয়ে যায়। এরপর আপনাকে http://www.payoneer.com/emailform.aspx সাইটে যেতে হবে। সেখানে আপনার নাম, ইমেইল দিবেন। প্রোগ্রাম পার্টনার এর ঘরে others দিতে পারেন। এখন Choose a category for your question এ Account Applications সিলেক্ট করুন এবং Choose the subject of your question এ My application was declined and I’m requesting to have it reconsidered সিলেক্ট করুন। পরবর্তীতে কমেন্ট বক্সে আপনার অ্যাপ্লিকেশান ডিক্লাইনের ব্যাপারে লিখুন। এবং সাবমিট করে দিন। ওরা আপনার ইমেইলে একটা মেইল পাঠাবে যেখানে বলা থাকবে আপনি কোন কোম্পানি থেকে পেমেন্ট গ্রহণ করবেন এবং আপনার আইডি কার্ড এর স্ক্যান কপি attach করতে বলবে। আপনি রিপ্লাই মেইলে আপনার আইডি কার্ড এর কপি এবং পেমেন্ট গ্রহণ করার ব্যাপারে তথ্য দিয়ে রিপ্লাই করুন। সবচেয়ে ভাল হবে যদি আপনি কোন সাইটে কাজ করলে সেই সাইটে আপনার প্রোফাইলের একটা screenshot attach করে দিলে। খেয়াল করবেন আপনার মেইলে একটা Reference number থাকবে। LTK….. দিয়ে নাম্বারটা। পরবর্তীতে আপনি তাদের সাথে চ্যাট করবেন। এবং আপনার কার্ডের প্রয়োজনীয়তা বলবেন। যদি তারা আপনার মেইলের রিপ্লাই পেয়ে থাকে তাহলে তো ভালই। নাহয় আপনি Reference number টা দেখার জন্য বলবেন। তারা দেখে আপনাকে জানাবে। পরে আপনার কাছে ৬-৭দিন পরে অ্যাপ্লিকেশান approve হবার মেইল আসবে। এবং সেই মেইলে কার্ড ডেলিভারির তারিখ লেখা থাকবে। তাদের সাথে চ্যাট করলে সেটার রিপ্লাই খুব দ্রুত পাওয়া যায়। আশা করি আপনি কার্ড পেয়ে যাবেন। আমার কার্ডটা ২-৪দিনের ভেতর আশার কথা। এই সিস্টেমে আমার আরও ২টা ফ্রেন্ড কার্ড আনতেছে। আশা করছি আপনিও পাবেন

Level 0

@মুশফিকুর রহমান আমি আপনার সঙ্গে ফোন এ কথা বলতে চাই। পারলে আপনার নাম্বার টা আমাকে দেবেন ভাই। আর আমি কিসুক্কন আগে payoneer. এর ফরাম এর “বেলাল” ভাইয়ের সাথে কথা বললাম উনি বলল payoneer. আপডেট হইসে, তারা অনেক বাবহারকারি পেয়ে গেসে তারা নাকি আর পেরসনাল অ্যাকাউন্ট দিবে না। আর payoneer. এর সেই এউ এস ব্যাংক দিয়া নাকি আর পায়পাল ভেরিফ্য হবে না অই ব্যাংক টা নাকি পায়পাল এ একন ব্ল্যাক লিস্ট এ।
আমি কিছু বুজতে সিনা ভাই আমার এক টা payoneer. লাগবেই।

    @serverb1: দুঃখিত ভাই, এতদিন পরে রিপ্লাই দেবার জন্য। আমি নিজেই পেপাল ভেরিফাই করছি পেয়োনিয়ার account দিয়ে। আমাকে এটা জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। পরে সিস্টেম বুঝে গেছিলাম। পেয়োনিয়ার এপ্রুভ করানো এখন কোনো ব্যাপারই না। আর কোনো ফোরাম এ যাওয়া লাগে না। চ্যাট করলেই হয়। আপনার সাহায্য লাগলে ০১৬৭০৪৪৩৮৯৩ নম্বরে ফোন দিতে পারেন। এটা আমার নাম্বার

AMi sorasori khulsi but log in korte parsi na bole username bul ki korbo akhon

Level 0

@ansar-koluma আপনি কি-
Dear XXX,
Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!

এই রকম কোন মেইল পেয়েসেন, যদি পেয়ে থাকেন তাহলে তো লগিন হবেই। না হলে ফরগেত পাসস্বরদ এউস করেন।

serverb1 @ aibabe kichu takhay na ফরগেত পাসস্বরদ এউস করেন।ata buj lam na

Level 0

@মুশফিকুর রহমান
এবং সবাইকে অনেক ধন্যবাদ আমি আই ডি কার্ড পাঠায় দিছি মনে হয় ৪-৫ দিন পর এপ্রভ হবে।

@ansar-koluma ভাই
এই যে আপনার লিঙ্ক এখানে চেষ্টা করেন https://myaccount.payoneer.com/Login/LostPassword.aspx

Thik kotha!!!!!!!!!