আমি অনেকবার চেষ্টা করেও পারলাম না। তারপর সরাসরি Payoneer প্রতিনিধিদের সাথে চ্যাট করে জানতে পারলাম এখন আর সরাসরি কোন রেফেরেল লিঙ্ক থেকে পারসনাল অ্যাকাউন্ট করা সম্ভব না। আমি অনেকবার ঠিকঠাক ভাবে চেষ্টা করার পর বার বার একই উত্তর পেলাম ইমেইল এ Your Payoneer Card Application Has Been Declined।
কেউ যদি এখন Payoneer এ সহজেই অ্যাকাউন্ট খলার কোন উপায় জেনে থাকেন দয়া করে শেয়ার করেন ............।।
আমি serverb1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি Payoneer এর page থেকে সরাসরি Account করেন, তাহলে কোন সমস্যা হবে না। আমি নিজে ব্যক্তিগত ভাবে সরাসরি Account Open করেছি। আমার কিন্তু কোন সমস্যা Face কনি নাই। http://www.payoneer.com/ এই link থেকে করেন।