এ্যাডসেন্স চেক ভাঙ্গাঁনো নিয়ে সমস্যা

গুগল এর চেক নিয়ে বেশ বড় ধরনের সমস্যায় পড়েছি।

আমি এই মাসে গুগল এ্যাডসেন্স একটা চেক হাতে পেলাম। চেকটা হাতে পেয়ে যতটা না খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেলাম যখন চেকটি নিয়ে ইসলামী ব্যাংকে যাই এবং তারা বলে তারা CITI BANK NA এর চেক এখন আর জমা নেয় না। তাদের নাকি এই ধরনের চেক নিয়ে কি যেন সমস্যা হচ্ছে। তাই তাদেরকে হেডঅফিস থেকে চিঠির মাধ্যমে চেক না নেওয়ার জন্য বলেছে।

নেট ঘেটে দেখলাম অনেকেই Exim Bank এর কথা বলছে, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ এ এই ব্যাংক এর কোন শাখা নেই।

অন্য ব্যাংক এ খোঁজ খবর নিতে যাচ্ছিনা এই কারনে যে, তাদের কাছে গেলে হয়তো তারা গুরুত্ব দিবেনা (অনেকেই গুগল এর চেককে ফ্রড মনে করে) বা তারা ভাঙ্গিয়ে দিবে বলে একাউন্ট খুলিয়ে নিবে কিন্তু কয়েকদিন পর বলবে sorry..., বা দেখা যাবে আমার চেক তারা কুরিয়ার করে কালেকশন করার কারনে ৫০-৬০ ডলার চার্জ কেটে নিবে।

বর্তমানে আমি আমার গুগল এ্যাডসেন্স একাউন্ট এর পেমেন্ট হোল্ড করে রেখেছি এই সমস্যা সমাধানের জন্য। তাই অতি সত্তর চেক ভাংগানোর জন্য অভিজ্ঞদের কাছে সঠিক দিকে নির্দেশনা চাচ্ছি।

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর কারো কাছে.......................

Level 0

আমি golam maula dolar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস