একটা এক্সটারনাল হার্ড ডিস্ক কিনবো ভাবছি, কারন অনেক সফটওয়্যার, গান , মুভ সিডি করে রেখেছি। সিডি গুলো দেখছি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমার এতদিনের কালেকশন গুলো হার্ড ডিস্ক এ রাখতে হবে। তাই আপনাদের মতামত চাই কোন টা কিনলে ভালো হবে। মোটামুটি 1TB র একটা কিনবো।(Seagate , Transcend, WD My Passport,Adata HV610 ,Buffalo ) প্লীজ হেল্প করুন।
আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোর্টেবল হার্ডডিক্স এ পারমানেন্ট ডাটা না রাখাই ভালো, তার থেকে WD er ১ টেরাবাইট একটা কিনে ফেলুন।
তা না হলে WD My Passport