আমি অনেক দিন হল ব্লগ চালাই। তবুও নতুন। কইটি মাত্র পোস্ট দিছি। কিন্তু সমস্যা হল আমি HTML এর কিছুই বুঝিনা। তাই Add দেওয়ার জন্য http://www.bidvertiser.com এ রেজিস্টার করলাম। কিন্তু ওখান থেকে যে Code টা পেয়েছি সেটা কই বসাবো বুজতে পারছিনা। তাই আপনাদের সাহায্য দরকার। এখানে আমার ব্লগের Template (20kb) আর নিচে Code. Please কোনও বড় ভাই আমাকে Code টি বসিয়ে দিবেন... 😥
<!-- Begin BidVertiser code -->
<SCRIPT LANGUAGE="JavaScript1.1" SRC="http://bdv.bidvertiser.com/BidVertiser.dbm?pid=517069%26bid=1289196" type="text/javascript"></SCRIPT>
<noscript><a href="http://www.bidvertiser.com/bdv/BidVertiser/bdv_xml_feed.dbm">xml feed</a></noscript>
<!-- End BidVertiser code -->
সাহায্য/জিজ্ঞাসা ctagory তে পষ্টটি না করাতে দুঃখিত...।।
আমি Crazy_SOPNIL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিজ্ঞান সম্পরকে জানতে এবং জানাতে আমার টেকটুনস এ আসা !!
ভাই এটা একদম সোজা কাজ আপনি চাইলে ব্লগ আর সাইট বার এ লাগাতে পারেন তার জন্য Layout এ ক্লিক করে Get a widget এ ক্লিক মারেন তারপর HTML Javacripy a Click করেন তারপর Code গুলো কপি করে পেস্ট করেন কাজ হয়ে যাবে এ ছাড়া আপনি Template a বসাতে পারেন তার জন্য Edit Template এ ক্লিক করে লিখে Search দেন এবং তার আগে অথবা পরে bidvertiser এর Code বসিয়ে দেন বস কাজ ওকে Template সেইভ দেন। ok