আপনাদের সকলকে ছালাম জানাই। আমি একজন এডাব ড্রিমওয়েভারের ইউজার। একন আমার কিছু ভাল মানের এক্সটেনশন প্রয়োজন যাতে আমি আমার কাজের গতিকে বাড়াতে পারি। জাভাস্ক্রিপ্ট স্লাইডেশো সফটওয়্যার চাই। ওয়েব সাইট ডেভেলপমেন্ট এর জন্য ড্রিমওয়েভার ব্যাবহার করা কতটা যুক্তি সংঙ্গত?
আপনাদের আন্তরিক সাহায্য প্রয়োজন, তাই আশাকরি আপনারা আমাকে নিরাস করবেন না।
ধন্যবাদ সকলকে। ভাল থাকুন, সুস্থু থাকুন শুভকামনায়
হাশমী বিন মোস্তফা
আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...
আমার ড্রিমওয়েভার সফটওয়্যার দরকার হেল্প করেন