স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেরকম ভাবে এডসেন্স পাওয়া যত না কঠিন তার চাইতে এডসেন্স রক্ষা করা কঠিন তাই আমি এবং আমার মত যারা এডসেন্স এ নতুন তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সমস্যার সমাধান চাচ্ছি এডসেন্স অভিজ্ঞদের কাছে দয়া করে অভিজ্ঞরা সাহায্য করবেন
এডসেন্স পাওয়ার বিষয়ে প্রশ্ন ১# এডসেন্স পেতে হলে সর্বনিম্ন কতগুলো পোস্ট দরকার ২# কতগুলো ভিজিটর দরকার বা কত পেজ ভিউ দরকার ৩# সাইটের বয়স কত হলে এপ্লাই করা যাবে ৪# যেকোনো টেম্পলেট ব্যবহার করলে এডসেন্স পাওয়া যাবে কিনা ৫# প্রয়োজনীয় কোনো পেজ লাগবে কিনা ৬# কত দিন সময় লাগবে ৭# যেখানে সেখানে আদ বসানো যাবে কিনা বা কোথায় ad বসাতে হবে ইত্যাদি এডসেন্স রক্ষা করা বিষয়ে প্রশ্ন ১# কিকি কারণে এডসেন্স ব্যান্ড হতে পারে ২# কোথায় ad বসলে ভালো ক্লিক পরে ৩# ফেসবুক এ এস ই ও করলে ব্যান্ড হবে কিনা ৪# কয় টি ad বসলে ভালো হয় ৫# এবং কিকি উপায়ে এডসেন্স রক্ষা করা যাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার ব্লগ টি দেখে বলুন যে আমার সাইটে এডসেন্স নীতিমালা ভঙ্গ করে এমন কোনো সমস্যা আছে কিনা এবং পারফেক্ট ad এর স্থান কোথায় আমার সাইটটি হলো http://repairhelps.blogspot.com
আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।