কিছুদিন যাবত আমাদের একটি পেইজে মোবাইল দিয়ে ছবি আপলোড করতে পারছি না। আগের সব সেটিংস এই ঠিক আছে, নতুন ভাবে কোন এডমিন এড করা হয় নাই।
আমি যখন কোন ছবি আপলোড করি তখন তা চলে যায় “টাইমলাইন পিকচার” এ কিন্তু মেইন পেইজে আসে না এইটা কেন হয় ??? ১ ছবি ১০ বার আপলোড এর পরেও তা মেইন পেইজে আসে না।
জরুরি সমাধান চাই প্লিজ | জরুরি সমাধান চাই প্লিজ | জরুরি সমাধান চাই প্লিজ | জরুরি সমাধান চাই প্লিজ | জরুরি সমাধান চাই প্লিজ | জরুরি সমাধান চাই প্লিজ | জরুরি সমাধান চাই প্লিজ |
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এ ধরনের সমস্যার আসলে সমাধান ইউজার দের হাতে নেই।
ফেসবুকের সার্ভার থেকেই অনেক সময় এ সমস্যা হয়।
আমি অনেক ক্ষেত্রে আমার পেজ থেকে স্ট্যাটাস দিলে সেটা আমার নামে দেখায়, অনেক সময় ঠিক দেখায়।
যদিও সব সময় এক ই সেটিংস থাকে।
আবার কিছুদিন পড়ে এ সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই।