অনেক আগে windows7 এর evolution version ব্যবহার করে অনেক software কাজ করে না দেখে ছেড়ে দিয়েছিলাম।কারণ,তখন troubleshoot compatibility বুঝতাম না।কিন্তু এখন তো windows7 ছাড়া চলতে পারছি না।টেকটিউনস-এ windows7 active করার যতো টিউন হয়েছে সব পড়েছি।টিউনগুলো তে যে key দেয়া হয়েছে ওগুলো কাজ করছে না।Loader গুলো দিয়ে active করলেও প্রবলেম!!কিছু loader এ অনেক ভাইরাস থাকে,তাই কিছু দিন পর file missing হয়ে corrupted হয়ে যায়।আবার কিছু loader আমার pc তে match করে না,তাই start হবার কিছুক্ষন পর error দেখিয়ে restart নিতে থাকে!!!বুঝতেই পারছেন যে আমি এখন কোন মসিবতে আছি 🙁 ।plz plz plz,কোন হৃদয়বান/হৃদয়বতী আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন।আমাকে খুব জলদি কেউ windows7 এর key দিন।plz plz plz......
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উইন্ডোজ সেভেন এক্টিভেশনের জন্য আপনাকে লোডারেওই ব্যবহার করতে হবে। কোন সিরিয়াল কী দিয়েই এক্টিভেশন সম্ভব না।কেননা ইন্টাত্নেটে কানেক্ট হলেই উইন্ডোজ পাইরেসী ধরে ফেলবে। আর লোডার এর ক্ষেত্রে সর্বশেষ ভার্সন ব্যবহার করুন(hazar and orbit30),টরেন্ট থেকে ডাউনলোড করুন,কমেন্ট ভাল করে পড়ে দেখুন। আমি যেমন আমার বর্তমান সেটআপ গত ২৫ নভেম্বর থেকে,২০০৯ থেকে ব্যবহার করতেসি,কোন সমস্যা তো এখন পর্যন্ত করেনি