মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে চাই..

এটা আমার প্রথম টিউন, সকলের কাছে সহযোগীতা চাই। আমাকে সাহায্য করবেন যাতে ভালো ভালো টিউন করতে পারি। তবে শুরুর টিউনেই সাহায্য চেয়ে বসলাম বলে দুঃথিত। কিছু না দিয়ে শুরু করলাম। আমি একটা মোবাইল কিনেছি তাতে ইন্টারনেট ব্যবহার করতে চাই। কিন্তু কোন কোম্পানীর কোন প্যাকেজটা ব্যবহার করবো বুঝতে পারিছ না, কোনটা সাশ্রয়ী হবে বুঝতে পারিছ না। প্লিজ সবাই হেল্প করবেন।

Level 0

আমি বৃত্তালপনা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wait আমি বলছি। একটু অপেক্ষা করেন। মিনিমাম ১ ঘন্টা।

    ধন্যবাদ ভাই আমি অপেক্ষা করছি।

    আমি আপনাকে মোবাইল company এর রেইট তুলে ধরব। আমি যেই ঠিকানা দিব তার আগে http// দিব না, কারন তাহলে তা মডারেটর ভাই এর কাছে চলে

    যাবে। ফলে আপনি আমার লেখা দেরিতে পাবেন। ধরতে পারেন এইটা আমার একটা টিউন।আমি এই টিউন এর নাম দিলাম “কমেন্ট টিউন”।

    Grameenphone: গ্রামীণ ফোনের জন্য আপনি এই লিঙ্ক এ ভিজিট করতে পারেন। http://www.grameenphone.com/index.php?id=469
    এখানে সকল প্রাইস দেখতে পারবেন। তবে আপনাকে বলে দিচ্ছি , যত টাকা লেখা দেখবেন তার সাথে ১৫% ভ্যাট যোগ করবেন। তারপর আপনি যে ইন্টারনেট চালু

    করার জন্য এস এম এস পাঠাচ্চেন তাও হিসাব করবেন। সাবধান customer care এর সাথে কথা বলার জন্য ১২১ এ কল করবেন না। তা হলে খাবেন বড়

    ধরা। তাদের ইমেইল করবেন , ২ ঘন্টার মধ্যে আশা করি উত্তর পেয়ে যাবেন। ইমেইলঃ [email protected]

    Aktel(রবি) : তারা খালি নাম পরিবর্তন করছে আর কিছু করছে বলে মনে হয় না।
    monthly unlimited pakage = http://www.robi.com.bd/index.php/page/view/167
    night browsing plan= http://www.robi.com.bd/index.php/page/view/168
    20 internet pakage =www.robi.com.bd/index.php/page/view/166
    এই ফর্মটি পুরন করে ইমেইল করতে পারেন http://www.robi.com.bd/index.php/home/feedback

    warid: ওয়ারিদ prepaid দিয়ে আপনি pakage internet সুবিধা পাবেন না। ওয়ারিদের পোষ্টপেইড দিয়ে pakage ইন্টারনেট ইউস করতে পারবেন।

    pakage ইন্টারনেট বলতে বুঝিয়েছি unlimited internet(condition apply) যাকে বলে. http://www.waridtel.com.bd তে দেখে আসতে পারেন।
    ওয়ারিদ আসলে কথা বইলাই মজা পাওয়া যায়,টাকা শেষ হতে চায় না, কিন্তু ইন্টারনেট এর জন্য postpaid কিনতে হবে।
    তাদের ইমেইল করবেনঃ [email protected] ( ইমেইল করলেই কিছুখনের মধ্যে ans পাবেন )।

    Citycell : আমি সিটিসেল জুম ইউস করি। এই সম্পরকে বিস্তারিত বর্ণনা একজন ভাইয়া দিয়েছিলেন, আমি তা copy paste করেছি।
    ######
    Cheating-cell zoom i mean citycell zoom ( not altra) যদি ব্যবহার করেন prepaid এর জন্য ৩০০ megabyte
    117 টাকা (আমি এসএমএস + vat সহ টাকার পরিমান বললাম।) সময় ১ মাস। ১ মাস এর আগে ৩০০ megabyte সেস হলে আবার নিতে পারবেন।

    আবার যদি আপনি ১ জিবি ব্যবহার করতে চান তাহলে ৩২০ টাকা কাটবে।সময় ১ মাস।

    এর যদি konotai ভাল না লাগে তাহলে ১০ টাকা recharge করেন, ২১ megabyte ব্যবহার করতে পারবেন। প্রতি megabyte .৪৮ টাকা কাটবে।
    ১০ টাকা ভাগ .৪৮ =২০.৮৩৩৩৩৩৩৩ megabite. সময় যত দিন mobile এ টাকা থাকবে। ১ টাকা থাকলে ২ megabite.
    for details call 01199 121 121.
    ######
    ওদের ইমেইল পাঠাইলে ans দিবো না। so নো ইমেইল। তবুও ভিজিট করতে পারেন http://www.citycell.com

    banglalink: তার আগে বলি বাংলালিঙ্ক এর একটা ইমেইল address আছে, যেটাতে ইমেইল করলে কোন দিন ans পাবেন না।
    আমার ধারনা তারা তাদের ওয়েব সাইট এ কত টাকা করে কাটবে তা দেয়নি, তবুও দেখে আসতে পারেন

    66.96.206.2/~banglali/html1/internet.php
    customer care: 01911304121.

    দেশের ফোনঃ teletalk সম্পরকে জানতে হলে এই লিঙ্ক এ ভিজিট করেন http://www.teletalk.com.bd/services/gprs.html
    এখানে কত টাকা কাটবে তার বিবরন দেওয়া আছে।


    ।আপনি খেয়াল করলে দেখবেন এখানে আমি কোন operator এর স্পীড দেই নি । মাঝে মাঝে internet স্পীডকে আপেক্ষিক বিষয় বলে মনে হয়। কারন ইন্টারনেট স্পীড অনেক বিষয়ের উপর নির্ভর করে। যেমন , আপনি যে operator ইউস করছেন তাদের network এর কি অবস্থা, কোন এলাকায় ব্যবহার করছেন,সেখানে ঐ operator এর ইন্টারনেট গ্রাহক কেমন, আপনি কোন মডেম ব্যবহার করছেন তার স্পীড কত ইত্তাদি ইত্তাদি।customer care থেকে জেনে নিবেন তারা কত স্পীড আপনাকে দিতে পারবে।
    আমার ক্ষেত্রে যেটা হয় , ৩ তালায় ব্যবহার করলে একরকম, ১ তালায় ব্যবহার করলে আবার আর এক রকম স্পীড পাই, আবার দেখা যায় মডেম এর সাথে back to back কেবল লাগালেও স্পীড বাড়ে, মডেম এর ছোট এন্টিনায় সাথে স্কেল ধরে রাখলেও network বাড়ে। ফলে তখন স্পীড ভাল পাই। রাতে যেই রকম স্প্রীড এ ডাউনলোড করে দিনে সেই রকম না। ৩ তালাই ভিন্ন ভিন্ন কম্পিউটার এ একই মডেম লাগালে দেখা যায় যেই computer এর comfigaration ভাল তার বেশি স্পীড।

    এই রকম আরো অনেক ঘটনা আছে কোনটার কথা বলব?

    আমি তোমাকে ইন্টারনেট বিষয়ে সাহায্য করার জন্য বিস্তারিত কমেন্ট করেছি, কিন্তু কমেন্ট এর ভিতরে অনেক গুলু লিঙ্ক দেয়ার কারনে modaration এর জন্য মডারেটর ভাই এর কাছে চলে গেসে !!!
    দেড় ঘন্টা ধরে কমেন্টই লিখলাম আর মডারেটর ভাই আমার কমেন্ট নিয়া গেল, কষ্ট লাগতেচে। আশা করি আগামিকালের মধ্যে আমার বিশাল বড় কমেন্ট দেখতে পাবে।
    তবে আমি তোমাকে ইমেইল করে পাঠিয়ে দিচ্ছি।টেকটিউনে যে ইমেইল ঠিকানা দিস ঐ ইমেইল চেক কর।

সব চেয়ে ভাল হয় যদি গ্রামিন ইন্টারনেট ব্যবহার করেন। তবে এটা আমার মন্তব্য। আমি এই কথা বললাম কারণ আমার দেখা মতে গ্রামীণ ই সবচেয়ে ভাল স্পিড দেয় এবং রেটও কম। ধন্যবাদ

    ভাই যদি গ্রামীন ব্যবহার করি তাহলে কোন প্যাকেজটা ব্যবহার করবো।

    আপনি যদি শুধুমাত্র মোবাইল এ ইন্টারনেট ব্যবহার করেন আর যদি খুব একটা ডাউনলোড না করেন তা হলে p6 ব্যবহার করতে পারেন, আর যদি মোটামোটি ডাউনলোড করেন তাহলে p5 আর যদি খুব বেশী ইন্টারনেট ব্যবহার করেন তাহলে p2

গ্রামীনফোন এর স্পীড্‌ ভালো হলেও আপনি যেহেতু সাশ্রয়ী কথা টা উল্লেখ করেছেন তাই সেই দিক দিয়ে বিবেচনা করে বলতে গেলে বাংলালিংক এর কথা বলা যেতে পারে। তবে স্পীড্‌ অনেক কম।

(বিঃদ্রঃ একটা কথা মনে রাখবেন স্পীড্‌ সম্পুর্ন আপনার এলাকার উপর নির্ভর করে।আমি আমার এলাকায় যেটা ইউজ্‌ করে ভালো স্পীড্‌ পাচ্ছি আপনি সেটা আপনার এলাকায় নাও পেতে পারেন। তাই সব থেকে বেশি ভালো হবে আপনি আপনার এলাকার অন্য লোক দের কাছ থেকে জেনে নিন তারা কোনটা ব্যবহার করছে এবং তাদের স্পীড্‌ কেমন।)

    ধন্যবাদ ভাই একটা বিষয় জানার ছিল খরচটা কেমন?

    বাংলালিংক ৩৮০ টাকা ১৫ দিনের জন্য আনলিমিটেড
    নতুন হলে গ্রামীন নিতে পারেন p6 প্যাকেজ্‌ তবে আমার ওটা মটেই পছন্দ না কারন ১ গিগাবাইট শেষ করতে আমার ৩/৪ দিনের বেশি সময় লাগে না।

    ও আর একটা কথা পোস্ট এর বিভাগ টি মোবাইলীয় না দিয়ে সাহায্য/সহযোগীতা সিলেক্ট করবেন।

আপনি কোথায় ব্যবহার করবেন?
আমার মতে GP তে ভালো Speed পাওয়া যায়। রবিও খারাপ না। আমি GP তে 20-25 KBPS এবং রবিতে 18-20 KBPS পাই।

    ফাসিক ভাই আপনার সাথে আমি একমত।

সহমত। আপনি ইন্টারনেট এর জন্য গ্রামীণ এবং যদি শুধুমাত্র মোবাইল দিয়ে ব্যবহারের ইচ্ছা থাকে তাহলে গ্রামীণ এর P6 Package ব্যাবহার করতে পারেন। এই প্যাকেজ এ মাসে ১ গিগাবাইট ব্যবহারের সুযোগ পাবেন। প্যাকেজটির জন্য আপনাকে ভ্যাটসহ ২৪৭ টাকা প্রদান করতে হবে। এছাড়া যদি কেবল রাতে এবং আনলিমিটেড ইউজ করতে চান তাহলে P3 ব্যবহার করুন। এটি ও ভ্যাটসহ ৩৪৭ টাকা (কিন্তু এই প্যাকেজটি শুধুমাত্র পোস্টপেইয গ্রাহকদের জন্য)।

যেহেতু সাশ্রয়ের কথা বলেছেন তাই আর P2 নিয়ে বললাম না। 🙂

    দু:খিত, P6 প্যাকেজটি ভ্যাট সহ ৩৪৭ হবে। ভুল করে ২৪৭ লিখে ফেলেছি। এবং সবশেষে পোস্টপেইড লিখেতে গিয়ে পোস্টপেইয লিখে ফেলেছি।

    P – 3 ভ্যাটসহ ৩৪৭ টাকা + লাইন রেন্ট ৫০ টাকা …………

    রাত ১২ টা থেকে সকাল ৮ টা ……আনলিমিটেড ইউজ ।

    কিন্তু এই প্যাকেজটি শুধুমাত্র পোস্টপেইয গ্রাহকদের জন্য

Level 0

পি৩ ই ভাল। লাইন রেন্ট এক্সপ্লোরার এ আছে। কিন্তু ইন্টারনেট সিম এ নাই

    Level 0

    সিম এর দাম ১০০০ টাকা।

Level 0

আমি গ্রামীণ এক্সপ্লোরার আনলিমিটেড ব্যাবহার করি ।৭৫০ টাকায় (এ মাস থেকে ৬৫০ টাকা) সাথে পাবেন ৫০০ টাকার টক টাইম।টক টাইম মাসের শেষএর দিকে ব্যাবহার করবেন।মাস শেষএ সিমটা ফেলে নতুন আরেকটা নেবেন।