বর্তমানে আমি উইন্ডোজ এক্সপি এবং লিনাক্সমিন্ট একসাথে চালাই। কিন্তু আমি উইন্ডোজ এক্সপিতে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও, লিনাক্সমিন্টে তা পারি না। উল্লেখ্য, আমি সিটিসেল জুম আলট্রা মডেমের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু এ মডেমটি শুধু উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করে। আমি "লিনাক্সমিন্ট" থেকেও ইন্টারনেট ব্যবহার করতে চাই। কিভাবে আমি তা করতে পারবো?
আমি ফাহিম আহ্মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফাহিম আহ্মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...
দেখুনতো এটা কাজে লাগে কি না:
হেলেনাতে ZTE MG880+ মডেম দিয়ে জুম ব্যবহার করুন: লিংক: http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5225