Transformer নিয়ে সমস্যায় পড়েছি, কেউ সাহায্য করবেন?
বাজারে নানা ধরনের Stepdown Transformer কিনতে পাওয়া যায়। আমি একটা কিনেছি। উপের লিখা 9Vx2 1000mA, এটার Primary অংশে দুটো তার আর Secondary অংশে তিনটে তার বেরিয়েছে। আমি এটা থেকে 18 volt বের করতে চাই। এই ১৮ volt Bridge Rectifier এর চার পিনে কিভাবে লাগাব? আমি বলতে চাছি যে তিন তারের কোনটা কোন পিনে লাগাবো?
আর একটা কথা শুনেছি CT Connection. এটা কিভাবে করে? কেউ একটু kindly explain করবেন?
আমি jhorapalok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।