কিভাবে symphony W35 দিয়ে Pc তে নেট connection দিব কেউ সাহায্য করবেন কি ???

আমি আজ ৫ দিন হল symphony W35 মোবাইল কিনেছি কিন্তু আমি কন ভাবেই কম্পিউটার এ internet connection দিতে পারছিনা । যদি কেহ পারেন আমাকে সাহায্য করেন দয়া করে । যদি কেহ পারেন আমাকে এই মোবাইল এর জন্য মডেম ড্রাইভার এর সন্ধান দিলে খুবই উপকৃত হব । কোন ভাবেই আমি এই মোবাইল এর ড্রাইভার খুজে পাচ্ছিনা । উল্লেখ্য যে আমার কম্পিউটার এ moborobo ইন্সটল করা আছে সেটা দিয়ে আমি আমার সব কিছু মোবাইল থেকে access করতে পারি কিন্তু ইন্টারনেটconnection দেবার কোন অপশন পাই না ।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমারে কেউ একটু হেল্প করেন। একটা ক্যামেরা সফট ইন্সটল করলাম। অ্যাপটি রান করলে কেপচার করতে বলে ক্যামেরা বাটন দিয়ে। সিম্ফনি W35 এ কি কোন ক্যামেরা বাটন আছে? আমি তো খুজে পাচ্ছি না। কারো জানা থাকলে আমাকে দয়া করে জানাবেন প্লীজ। সফট এ ঢুকে স্ক্রিনে টাচ করলে Background পরিবর্তন হয়। তাতে বোঝা যায় সফট টি কাজ করছে।–