প্রথমে ব্লগিং সম্পরকে কিছুই জানতাম না । এলাকার অভিজ্ঞ এক বড়ভাই এর কাছ থেকে জানলাম ব্লগিং করে নাকি সহজ উপায়ে টাকা উপার্জন করা যায় । এর পর থেকেই শুরু করলাম ব্লগিং, নভেম্বর ২০১২ থেকেই শুরু আয়ের উদ্দেশে ব্লগিং । টিটি থেকে অনেক পড়ালেখা করার পর প্রথমত আমি ব্লগারে একটা সাইট খুলি। কিন্তু সমস্যা হইতেছিল ব্লগার তাদের নতুম সিস্টেম চালু করছিল ওইসময় তাই । যাই হক অনেক চেষ্টা ও সাধনার ফল হিসেবে সাইটে নিয়মিত পোস্ট দেয়া শুরু করলাম এবং টুকটাক এসইও করতে লাগলাম । তারপর পোস্ট যখন ৩০ হল ভিসিটর ও ভালো আসতে শুরু করলো। গড়ে ১৫০-২০০ ভিসিটর আসতো। তারপর ভাব্লাম এখন অ্যাডসেন্সে এপ্লাই করে দেখি এপ্রোভ হয় কিনা । কিন্তু বার বার বিমুখ হইতে থাকলাম । হতাথ একজনের কথা মত ডোমেইন কিনলাম ২৫জুন । তারপর থেকে ভিসিটর বারতে লাগলো এবং নিয়মিত পোস্ট ও দিতে থাকলাম, পাশাপাশি এস ই ও করতে থাকলাম । তারপর আবার অ্যাডসেন্সে এপ্লাই করতে থাকলাম কিন্তু ফলাফল শুন্য ।
ধৈর্য ধরতে ধরতে আমার ধৈর্যের বাধ আজ ভাঙল । আমি কি করলে অ্যাডসেন্স পাইতে পারি কেউ একটু হেল্প করেন । এতো কষ্ট করে সাইট দাড় করাইয়া যদি ইনকাম না আসে তাহলে কি লাভ এই পরিশ্রমের । এইটা আমার সাইট ।
অনেকে হয়ত ভাবতেছেন আমার এই পোস্টটা অনেকের আগ্রহ হারিয়ে ফেলতে সাহায্য করবে। কিন্তু এইটা শুধুমাত্র আমার বেক্তিগত মতামত । হয়ত অনেকের ক্ষেত্রে এরকম না কিন্তু আমার ক্ষেত্রে যা ঘটতেছে তাই বললাম ।
আমি Hafiz Rakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Hafiz Rakib আপনাকে এডসেন্স এর ব্যাপারে সাহায্য করতে পারব কিন্তু প্রথমে আমার জানতে হবে এডসেন্সে apply করার পর Report কি আশে