EPSON LQ-300 প্রিন্টারে অভিজ্ঞ ভাইদের সহায়তা কামনা করছি।

হা ভাই আমার একটি ডট প্রিন্টার অথ্যাৎ (EPSON LQ-300) এই প্রিন্টারটি অনেক দিন ধরে প্রিন্ট ভাল হয় না।
সমস্যাটি হল : লেখা কিছুটা আকাঁ বাকাঁ হয়ে যায়। আমি নিচে প্রিন্টের একটি নমুনা দিলাম। যাহা দেখলে বুঝতে পারবেন।

এর সঠিক সমাধান কি হতে পারে কোন হৃদয় বান ভাই কি আছেন?
এর সঠিক সমাধান কি হতে পারে কোন হৃদয় বান ভাই কি আছেন?
এর সঠিক সমাধান কি হতে পারে কোন হৃদয় বান ভাই কি আছেন?

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হেড রিবন চেক করুন সাথে মাদারবোার্ড আর ডাটা কেবল চেক করুন। পারলে মাদারবোর্ড টা পরিস্কার করে দেখতে পারেন।

    @HEERA_81: আচ্ছা ভাই আপনি কিসের মাদারবোর্ডের কথা বলেছেন, কম্পিটারের নাকি প্রিন্টারের? দয়া করে জানাবেন।

      Level 2

      @ওহাব: দুঃখিত দেরী করার জন্য। আমি প্রিন্টারের মাদারবোর্ড এর কথা বুঝিয়েছিলাম।

Level 2

আপনার প্রিন্টারের পেপার সঠিক ভাবে লোড করা আছে কি না তাহা চেক করুন। প্রিন্ট কমান্ড প্রয়োগ করার পর পেপার হেলে দুলে যায় কি না সেটাও চেক করুন। আমার জানা মতে ইপসন প্রিন্টার ভাল একটা সার্ভিস দেয় না। দুঃখিত।