আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি অনেকদিন যাবত টেকটিউনস এর নিয়মিত পাঠক। কোনদিন লেখার সাহস হয়ে উঠেনি। আজ অনেক কষ্ট করে লিখছি। তাও নিজের ঠেকা পড়েছে দেখে এবং নিজের লাভের জন্য।(typical introverts যেমন হয় আরকি।)
আমি ফেব্রুয়ারির ১৩ তারিখ একটা ডোমেইন এবং unlimited hosting ৩ বছরের জন্য রেজিস্টার করি।
এই কয় মাস নিজে নিজে প্রচুর পরীক্ষা নিরীক্ষা শেষে আমি আমার সাইট আপনাদের সামনে উপস্থাপন করার সাহস অর্জন করতে পেরেছি।
এটা আমার সাইট। ৩ বছরের ভেতরে এটাকে অন্যতম একটি online geek/nerd weblog হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে এটাকে তৈরি করা হয়েছে।
কিন্তু আমি একা কাজ করি বলে ফিডব্যাক পাচ্ছি না। এখানেই আপনার সাহায্য আমার দরকার।
আমার কিছু প্রশ্ন আছে। যেগুলোর উত্তর আমি পাচ্ছি না।
১। আমার সাইটের লুক কেমন? একজন professional web designer হিসেবে আপনার মন্তব্য কি?
২। আমার সাইটের navigation system কেমন?
৩। আমার সাইটের on-page SEO কি সন্তোষজনক?
৪। আমার সাইট কি off-page SEO এর জন্য তৈরি? আমি চাই না ভিজিটর এসে আমার সাইট থেকে বাউন্স ব্যাক করে চলে গিয়ে আমার বাউন্স রেট বারিয়ে দিক এবং কোনদিন আমার সাইটে ফিরে না আসুক। তাই আমি এখনও off-page seo শুরু করিনি।
৫। আমার সাইট কি গুগল এডসেন্স এপ্রুভাল পাবে? কৌতূহলের কারনে জানতে চাচ্ছি। আপাতত আমার সাইটে কোন প্রকার ad দেয়ার চিন্তা-ধারনা নেই। তবুও স্রেফ জানতে চাচ্ছি।
৬। সাইট ভিজিট করে আপনার কি বিশেষ কোন দিক ভালো-খারাপ লেগেছে।
আপনার মন্তব্য একান্ত কাম্য।
Roktim Abir
http://tech-nerd.com
এটা আমার প্রথম টিউন। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন।
আমি Thor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I AM THE GOD.
banner এর background white না দিয়ে অন্য কোন color use করলে আমার মনেহয় আরও ভালো লাগবে ।