প্রথমে সালাম নিবেন ।
আশা করি সবাই সুস্থ্য আছেন।
Head Line দেখে বুঝতে পারছেন, আমি আপনার কাছে কোন সাহায্য পেতে চাইছি।
আমি মডেম দিয়ে তিনটা Desktop কম্পিউটার চালায় Lane Lineএ ।
প্রয়োজনের সময় SIM খুলে Net Use করি মোবাইলে। বার বার Set খোলাতে সেটের তো বারোটা বাজছেই মেজাজও খারাপ হচ্ছে । আমি আমার PCর নেট মোবাইলে ব্যবহার করতে চাচ্ছি । আমার কম্পিউটারে Bluetooth লাগানো আছে । এমন কোন ভাই আছেন যে আমাকে বলতে পারেন যে, PCর নেট মোবাইলে কিভাবে ব্যবহার করতে হয়। আমার Sony Ericsson Xperia Pro সেটটা ROOT করা নেই এবং সবগুলোতে 32বিট (XP)।
Please আওয়াজ দেন ।
আমি শহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Sony Mobile নিয়ে এখন থেকে নিয়মিত লিখবো। যেমন Root, Faemware, Hardware ইত্যাদি। আশা করি আমার লেখা গুলো আপনাদের জ্ঞানের ভান্ডারকে আরো মজবুত করবে।
Connectify Use korte paren…