গ্রাফিক্সের কাজের জন্য সাহায্য চাই

আমি মোঃ কবিরুল ইসলাম, বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করিতেছি। আমি গ্রাফিক্সের কাজ শিখতে চাই। আমি দীর্ঘ দিন ধরে গ্রাফিক্সের একজন মাষ্টার খুঁজতে ছিলাম। কিন্তু দুর্ভাগ্য বিদেশে বসে এটা সম্বভ না। কারণ সময় এবং ভাল মাষ্টার খুঁজে পাওয়া দুটা্ই বড় সমস্যা। তাই আমি টেকটিউনসের মাধ্যমে আপনাদের সরাপন্ন হইলাম। গ্রাফিক্সের ভাল কাজ জানেন যদি কোন ভাই-বোন অনলাইনের মাধ্যমে গ্রাফিক্সের কাজ শিখাতে আগ্রহী। দয়া করে তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। তবে অবশ্যই বাংলাদেশ টাইম রাত্র 9:00 টা থেকে রাত্র 2:00 এর মধ্যে যে কোন সময়। যা সৌদি আরব টাইম সন্ধ্যা 6:00 টা থেকে রাত্র 11:00 পর্যন্ত। আমি অবশ্যই তার পারিশ্রমিক পরিশোধ করবো। ধোকা কিংবা উপহাস করার জন্য প্লিচ কেউ আমাকে ই-মেইল করবেন না। মনে রাখবেন আপনার একটু সহযোগীতায় আমার জীবনে বয়ে আনতে পারে বড় ধরনের  কোন সাফাল্য।

যোগাযোগ করতে পারেনঃ-

ই-মেইলঃ- [email protected], [email protected],

Level 2

আমি কবিরুল ইসলাম। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই ভাবে আপনি শিক্ষতে পারবেন না, আর এই সাইটের যখন খোজ পেয়েছে মানে টেকটিউনস এর তাইলে তো আপনি মাগনা সব কিছু শিখতে পারবেন এখানে অনেক শাখা আছে আপনার যা দরকার আপনি তা বাছাই করে শিখতে পারেন। ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড সহ আরো অনেক গ্রাফিক্স প্রোগ্রামের উপর টিউন করা আছে আপনি ঐগুলি লক্ষ করেন আস্তে আস্তে পেরে উঠবেন মনে রাখবেন এক লাফে দু তলায় উঠতে যাবেন না। টেকনিউনস এ যারা টিউন করে সবাই নিজ দায়িত্বে মানে মাগনা শিক্ষামূল টিউন করে আপনি এই সুযোগ কেন হাত ছাড়া করবেন কেন টাকা দিয়ে মাষ্টার ভাড়া করবেন, ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইল যেন আপনি আপনার উদ্যেশ্য হাসিল করতে পারেন আমাদের মত গরিব দেশ যেন আপনার দ্বারা উপকৃত হয়।

Level 0

ধারাবাহিক ভাবে শিখতে হলে টেকনিউনসের চেইন টিউনসগুলি লক্ষ করুন আশা করি আপনি ধারাবাহিক ভাবে শিক্ষতে পারবেন।

Level 2

ধন্যবাদ ভাইয়া, বর্তমানে আমার উদ্দেশ্য একটাই যে কোন মূল্যে আমাকে গ্রাফিক্সের কাজ শিখতে হবেই। ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।