ছোট্ট কথায় লিখছি। কিছুদিন পর Qubee তে Internship করতে যাচ্ছি ইনশাল্লাহ। IT সেকশনে। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস কাজ করতে হবে। আমার যতদূর ধারণা এখানে এসব কোম্পানিতে সাধারণত networking এর উপর কাজ হয়। সমস্যা হলো IT সেকশনে কি ধরনের কাজ করতে হয় তা নিয়ে ধারণা নেই। কারো এ বিষয়ে জানা থাকলে দয়াকরে একটু সাহায্য করুন।
আমি মুন্তাসির আর রাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এখানে দেখতে পারেনঃ http://www.facebook.com/QubeeZone/posts/477459008943868
ওদের ফেসবুক পেজ থেকে আমাকে ব্যান করেছে শুধু এই কারনে ! এখন ওদের কি করা উচিত বলে আপনারা মনে করেন ?
আমি ভাবতাছি ! যারা কিউবিতে চাকুরী করে তাদের শুয়োর এর খোয়ারে পাঠানো যেতে পারে। লিংক এর লেখাটি পড়ে মন্তব্য করেন, প্লিজ।