আমি Template Upload করতে পারছি না। Plz, Help Me!

এটাই আমার এই ব্লগের প্রথম পোস্ট। যাও একটি পোস্ট করলাম তাও আবার সমস্যা নিয়ে। কি করবো বলেন? সমস্যা তো আর... বলে কয়ে আসে না! যাইহোক নিচে আমার সমস্যার কথা উল্লেখ করলাম। আমার সমস্যাটি হলো আমি যখন আমার সাইটে একটি Template Upload করতে গেলাম; তখন আমাকে নিচের এই Message-টি দেখালো। [বিঃদ্রঃ- Blogger-এ Upload করতে ছিলাম]

We were unable to save your template.

Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly. XML error message:
The element type "b:skin" must be terminated by the matching end-tag "".

ফলে; আমি আর Template Upload করতে পারছি না। So, are you help me???

যেভাবে Template Upload করতেছিলাম:

  1. প্রথমে আমি একটি Free Premium Template-এর খোজ করি এবং একসময় তা পেয়ে যায়।
  2. পরে সেই Free Premium Template-টি Download করি।
  3. এই Template-টি Zip-file ছিলো তাই; এটিকে Unzip করেনিই।
  4. আমার Login করে; আমার সাইটের Dashboard-এ প্রবেশ করি।
  5. Template-এ ক্লিক করি।
  6. সেখান হতে ‘Backup/Restore’-এ ক্লিক করি।
  7. প্রথমে এখান হতে 'Download Full Template'-এ Press করে, আমার পূর্বের Template-টির তথ্য নামিয়ে নিই (পূর্ব সাবধানতা অবলম্বনের জন্য)।
  8. Browse অপশনে Press করে; আমার অনেক আগে Download করা ’Free Premium Template’-এর  Unzip-file থেকে 'XML' file-টি নির্বাচন করি।
  9. ’Upload’-এ গুতা মারি। আর কিছুক্ষন পরে পূর্বে উল্লেখিত Message-টি দেখায়। যার ফলে আর Template-টি Upload করতে পারি নি।

আমি জানি এখানে অনেক ডাক্তার আছেন, যারা আমার এই রুগের ঔষধ নিমেষেই দিতে পারেন। So, please help me!!!

আমার ব্লগের নাম হলো Virtual aia.

Level 2

আমি Al-Imran Akanda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Template টা Dreamweaver/notpad এ open করে copy করে paste করুন, সমস্যার সমাধান হতে পারে…

    @Ahmed Bin Musa: Template টা একবার Dreamweaver-এ openকরে এবং আরেক বার Dreamweaver থেকে notpad এ open করে copy করে paste করলাম (HTML Edit), দুই বারেই আমাকে “Login” করতে বলছে। পরে ”Login” করে পুনরায়, আবার পূর্বের উল্লেখিত কাজটি করলাম আমাকে আবার “Login” করতে বলছে…………..!!!!!!!!!

ভাই আপনি…… নোটপ্যাড এ ওপেন করে, কপি পাস্তে করে এডিট এইচটিএমএল এ পেস্ট করুন। তাতে যদি না হয়, তবে আমাকে ফাইল টা দেন আমি দেখছি

আপনার টেমপ্লেট টিতে সমস্যা আছে। অর্থাৎ কোড সঠিকভাবে করা হয় বা মুছে গেসে কোনভাবে। পাইরেটেড থিমগুলোতে সাধারনত এই সমস্যা হয়। XML কোডিং জানা থাকলে এটি ঠিক করে ফেলতে পারতেন।