পোর্টেবল হার্ড ডিস্ক সমস্যা – সাহায্য দরকার

অনেকেই চেনেন অনেকেই জানেন। আমি সর্বদা মানুষের সাহায্য করারই চেষ্টা করি। কিন্তু আজ যখন পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন আর সাহায্য না চেয়ে উপায় নেই। আগে কখনো এমন সমস্যায় পরিনি তাই এ বেপারটায় বুঝিও কম। হয়তো আপনারা ভাল জানেন আমার থেকে। তাই তো ছুটে এলাম সাহায্যের জন্য। তো সমস্যাটা কি বলি।

হার্ড ডিস্ক টা TRANSCEND STOREJET 25C Steel Cover 1TB মডেলের। ১ টেরাবাইট থেকে ২ জিবি এর মত খালি ছিল। আমি গত ২ বছর যা কিছু কালেক্ট করেছি তা এই ডিস্ক এ ছিল। হার্ড ডিস্ক টা নিয়ে আমি রিকশা এবং বাসে আসার পথে ঝাঁকুনি খায়। তারপর দিন সকালে লাগিয়ে দেখি পাওয়ার পাচ্ছে কিন্তু ডিস্ক টা ঘুরছে না। লাইট জ্বলছে কিন্তু ডিস্ক টা পুরো স্টপ। ২ বছরের কালেক্ট করা ডাটা। যা পুনরায় ডাউনলোড করা অসম্ভব ব্যাপার। তাই আপনাদের কাছে সাহায্য চাইতে এলাম। হার্ড ডিস্ক টা আজ দুপুরে ওয়ারেন্টি তে দোকানে দিয়ে এসেছি। তারা বলেছে চেষ্টা করবে ডাটা ব্যাকআপ করার। কিন্তু কেউ যদি আমাকে কোন উপায় বলতেন তাহলে আমি তাদের জানাতাম সে কাজটি করার জন্য। আসা করি কেউ আমাকে সাহায্য করবেন।

ওয়ারেন্টি থেকে বলা হয়েছে নতুন একটা দিবে। কোনটা ভাল হবে এব্যাপারে কেউ ধারনা দিলে উপকৃত হতাম।

অফিসিয়াল সাইটঃ http://in.transcend-info.com/products/Catlist.asp?modno=211&cat_no=205

Level New

আমি saif_precio। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 624 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

CEO & Founder of The Introvision Ltd.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস