অভিজ্ঞ ভাই-বোনদের হেল্প খুব প্রয়োজন। টেকি হেল্প। প্লিজ হেল্প করে যান।

আমি আহসান টেকটিউন্সে টিউন পড়ি আজ ৩ বছর হল। শুধু পড়েই যাই আর মাঝে মাঝে সফট ডাউনলোড করি। আমার পিসিতে ইন্সটল করে প্রয়োগ করার চেষ্টা করি। টিটিতে রেজিস্ট্রেশন করেছি তাও অনেকদিন হয়ে গেলো কিন্তু এতোদিন কোন টিউন করি নাই। কি করব? আমি তো কিছুই জানি না। এখানে টিউন পড়ে দেখি সবাই আমার চেয়ে অনেক বেশি জানে, পারে; আমার টিউন পড়ে কারও যে কাজে লাগবে সে সম্ভাবনা নাই, বরং মাঝখান থেকে আমার টিউনের জন্য টিটির মহামুল্যবান পেজের কিছু অংশ ব্যায় হয়ে যাবে। আমি তা চাই না। আরও কারণ হলো আমি আমার প্রোফাইলে কোন এভাটার যোগ করতে পারি না। আগেই তো বলেছি আমি কিছু পারি না।
সবাইকে বলতে চাই "টিটিতে এটাই আমার প্রথম পোষ্ট তাও আবার হেল্প চেয়ে"। আমি টিটিতে বাংলা লিখতে পারি না, সামুতে লিখে এখানে কপি পেষ্ট দিয়েছি।
গত মার্চে আমি একটা ল্যাপটপ কিনেছি। এসার ব্রান্ডের এস্পায়ার ভি৩ ৪৭১ জি সম্ভবত। কনফিগারটা এরকমঃ
প্রসেসরঃ ইন্টেল কোর আই৫ ২.৬০ গিহার্জ (টার্বোবুষ্ট আপটু ৩.২০ গিহার্জ)
র্যামঃ ৪জিবি + ৮ জিবি (দোকানী ফ্রি দিয়েছে) = ১২জিবি (১৬০০ বাস)
হাড্ডিঃ ৫০০জিবি (৫৪০০ আরপিএম)
১৪ ইঞ্চি এইচি ব্যাকলাইট ডিসপ্লে, ইন্টেল ৪০০০ গ্রাফিক্স + এনভিডিয়া ৭১০এম গ্রাফিক্স (২ জিবি ডেডিকেটেড)
উইন্ডোজ ৮/ ৬৪ বিট।
এখন সমস্যা হলোঃ ১. উইন্ডোজ এর সাথে অফিস ২০১৩ প্রিলোডেড ছিলো। আমি নেট থেকে কেএমএস পিকো ৪.৫ নিয়ে ইন্সটল দিয়েছি। উইন্ডোজ একটিভ হয়েছে কিন্তু অফিস একটিভ হয় না। এর পরের ভার্সন ও দিলাম হয় না। কিভাবে অফিস ২০১৩ একটিভ করবো দয়া করে জানাবেন।
সমস্যা ২ঃ ল্যাপটপের সাথে ম্যাকাফি এন্টিভাইরাস পেয়েছিলাম ২ মাসের জন্য ইন্সটল করা আর আরও এক বছরের লাইসেন্স কী দিয়েছিলো। প্রথম ২ মাস পার হয়ে গেছে। গতকাল অনেক ট্রাই করেও আর একবছরের জন্য লাইসেন্স এক্সটেন্ড করতে পারলাম না। কিভাবে করবো একটু বলবেন।
আপাতত আর কোন সমস্যা নেই। এই সমাধানটুকু পেলেই আমি খুব খুশি হবো।
আর একটা কথাঃ গেমার বয় ভাইয়ের গেম ডাউনলোড করে আমার ল্যাপিতে খেলতে পারি না। যদি গেমার বয় এই পোষ্ট পড়েন তাহলে আমাকে দয় করে বলে দিবেন ডাউনলোডের পর কি করতে হবে, কিভাবে এনএফএস সিরিজের গেমগুলি খেলা যাবে।
আমাকে জিমেইল টকে পাবেনঃ [email protected] এখানে।
ভালো থাকবেন সবাই। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথম টিউন বলে।

Level 0

আমি Ahsan Habib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার ল্যাপটপে নতুন করে উইনডোজ সেটআপ করুন। তারপর সফটগুলো নতুন করে আবার ইনস্টল করুন, হবে। উইনডোজ ভালো ভাবে সেটআপ না নিলে এই রকম সমস্যা হতে পারে।

Level 0

এন্টি ভাইরাস হিসেবে মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ব্যবহার করেন অনেক উপকার পাবেন।