আমি গত কাল টেকটিউনসএ একটি টিউন করলাম (নীতিমালা মেনে) । তারপর একটা কমেন্টের উত্তর ও দিলাম কিন্তু যেভাবে লগইন করার কথা সেভাবে লগইন ই করতে পারছিনা এখন, কমেন্টের উত্তরও দিতে পারছিনা। ফলে টেকটিউন এ রেজিষ্ট্রেসনের সময় যে ই-মেইল দ্বারা কনফার্ম হয়েছিলা সেটা দিয়ে ঢুকছি আমার প্রফাইলে বাট প্রথম পেজ এ অথবা আমার সেই টিউন এ গেলে সেখানে আবার লগ আউট হয়ে যাই।
পরে মেইল থেকেই কমেন্টের উত্তর দিলাম সেন্ড করে কিন্তু তা টিউনে যাচ্ছে না।
আমি AfiA Multifarious Biz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার, ইন্টারনেট সার্ফিং, ব্লগিং এর প্রতি বিশেষ এক আকর্ষন বোধ করি। কম্পিউটারসহ বিভিন্ন ব্যাবসার পাশাপাশি ব্লগিং এর এই প্লাটফর্মে নিজের ভেতরকার জ্ঞানের দ্বারা আপনাদের যদি সামান্য উপকারে আসি তবে সেটুকুই আমার প্রাপ্তি। আপনাদের নিকট দোয়া কামনা করছি।
KONO POST A COMMENT O KORTE PARSI NA KARON POST A GALE LOGOUT HOYA JAI.WHAT IS THE PROBLEM ?