অ্যান্ড্রয়েড নিয়ে একটু ঝামেলায় আছি। সহযোগিতা প্লিজ…

অ্যান্ড্রয়েড ফোন কিনে একটু ঝামেলায় আছি। তাই সবার একটু সহযোগিতা চাই প্লিজ....
ফোন দু'টো হচ্ছে- Symphony W15 এবং Symphony W125

১. Symphony w125 এটি রুট করতে পেরেছি। কিন্তু W15 টি রুট করতে পারছি না। এটা কিভাবে করব?

২.আর কাস্টম রম বলতে আসলে কি বুঝায়? এটা কিভাবে সেটাপ দেয়? একটু বিস্তারিত জানতে চাই।

৩. প্লে স্টোর থেকেই কম্পিউটারের মাধ্যমে বেশ কিছু APK ফাইল ডাউনলোড করে নিয়েছি। এগুলো W125 এ ভালভাবে সেটাপও দিয়েছি। ভালই চলছে। কিন্তু W15 এ Android Assitant এ গেলে রম দেখায় 160MB. তারমধ্যে খালি আছে 40mb. তাই এই ফোনটিতে কোন অ্যাপ্লিকেশন সেটাপ দিতে গেলেই দেখায় মেমরি স্পেস কম তাই এটি রান করা যাবে না। এর সমাধানটা কি করে করি?

৪. কোনো অ্যাপ্লিকেশন সেটাপ দিলে আমি সেটা এক্সটারনাল মেমরিতে সেটাপ দেই। প্রশ্ন হল এই এক্সটারনাল মেমরিটা কি? এখানে অ্যাপ্লিকেশন সেটাপ দিলে সেটা খুঁজে পাওয় যায় কোথায়?

৫. আরেকটি বিষয় হচ্ছে- মেমরি ফুল হলে সেটি SD কার্ডে রিমুভ করলে অনেক সময় অ্যাপ্লিকেশন চালাতে সমস্যা হয়।
মেমরি একটু ফাঁকা হয়। কারণ কি? আর SD কার্ডটাই বা কি? এটা কি মেমরি কার্ড। একটু সহজে বললে ভাল হবে।

৬. মেমরি কার্ড পার্টিশন করে অ্যাপ্লিকেশন চালালে পরে সেই মেমরি কার্ড অন্য কোনও মোবাইলে ঢুকালে অ্যাপ্লিকেশনগুলো কি চলবে?
মেমরি কার্ডের কোনও সমস্যা হবে?
পরে যদি চাই তবে সাধারণভাবে (পার্টিশন ভেঙ্গে) কি আবার মেমরি কার্ডটি চালাতে পারব? এর জন্য কি করতে হবে?

৭. প্লে স্টোর থেকে কোনও কিছু ডাউনলোড দিলে সেটা সেভ হয় কোথায়?

৮. ফোনে কি ভাইরাস ঢুকে? অ্যান্ডয়েড লিনাক্স কার্ণেল-এর উপর ভিত্তি করে তৈরি হলে তো ভাইরাস ঢুকার কথা না। তারপরেও অনেকে অ্যান্টিভাইরাস ব্যবহার করে কেন?

৯. গুগল একাউন্টে ফোনবুকের নাম্বারগুলো সিংক করে রাখা যায় শুনেছি, কিন্তু এটা করে কিভাবে? এত লাভ কি? সিংক জিনিসটাই বা কি? পরে ব্যাকআপই বা করব কিভাবে?

সবাইকে আগাম শুভেচ্ছা।

Level 0

আমি নির্জন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল যে কোনও বিষয়ের প্রতিই আগ্রহ আছে; আছে কৌতূহল। শিখতে চাই প্রতিনিয়ত, সেটা যত ছোট বিষয়ই হোক না কেন। নিজে যেটুকু জানি, কেউ জানতে চাইলে মনখুলে তা বলি। অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখি পরিপূর্ণভাবে। ভালবাসি বাংলাকে, এই দেশকে; নিজেকে তো অবশ্যই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমাধান:
৩→কাস্টম রম।
৫→ হ্যা। sd কার্ডই মেমোরি কার্ড।
৭→ প্লে স্টোর থেকে ডাউনলোড হলে সরাসরি মোবাইলে ইন্সটল হয়, কোথাও সেইভ হয় না।

ভাই আপনি কি symphony w15 রুট করতে পেরেছেন? পারলে আমাকে সাহায্য করেন।

রুট কি ভাই?