আমি গতকাল Teletalk 3G সিম কিনলাম, দাম ৯০০ টাকা একটা কিনলে আর একটা ফ্রী কিন্তু সময়ের অভাবে এই প্যাকেজে
কি কি সুবিধা আছে তা আর জানা হয় নাই তাই Teletalk কাস্টমার কেয়ারে ফোন দেই কেও ফোন ধরে না।আপনারা যারা এই
প্যাকেজ ব্যবহার করেন তারা একটু জানান কি কি আছে এই প্যাকেজে আর ফ্রী ইন্টারনেট ১জিবি,ফ্রী এসএমএস কি ভাবে চেক
করবো pls জানান।
আমি James। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যালেন্স চেক করেন, সাথে সাথে এস.এম.এস এর মাধ্যমে আপনাকে, আপনার ফ্রী ইন্টারনেট এবং ফ্রী এস.এম.এস এর পরিমান এবং মেয়াদ জানিয়ে দেয়া হবে।
*১৫২# ডায়াল করে ব্যালেন্স চেক করবেন।