ফটোশপ এ ব্যানার পোষ্টার কভার ডিজাইনের সময় ঘষা মাজার শেষ পর্যায়ে এসেও দেখি কি যেন হয়নি । বাদ পড়ে গেছে । বাংলায় কিছু ডিজাইনের সময় এরকম হয় । মেইন ব্যাপার টা হয় ফন্ট এর বেলায় । ইংলিশ ফন্ট তো পাওয়া যায় হাতের কাছে । ঝামেলা হয় বাংলায় ডিজাইন করতে গেলে ।
রাস্তায় এখানে ওখানে কিছু ফন্ট দেখা যায় কিন্তু এর সোর্স লিংক পাইনা তেমন । কিছু ছবি তুলে রাখি । একে ওকে বলি কিন্তু বাংলায় যে কালেকশান খুব ই কম সবার কাছে ।
সেলবাজার এর এই এ্যাড টার ফন্ট যেমন ।
আবার আমার কলেজ এর পহেলা বৈশাখ এর ব্যানারে দেখা ফন্ট ।
আমার লাগবে এরকম ডিজাইনড কিছু ফন্ট । প্লিজ কারো কালেকশানে থাকলে পাঠান ।
বিনিময়ে আপনাকে দিব ফটোশপ এর ম্যাগনিফাই এর শেপ করা মেইন ফাইল ।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner