বাজেট ১৭,০০০ টাকা,ওয়াল্টন নাকি সিম্ফনি?

কেমন আছেন সবাই? আশা করি ভালো।
বাজেট ১৭,০০০ টাকা এখন বুঝে উঠতে পারছি না কোন মোবাইল কিনব।ওয়াল্টন নাকি সিম্ফনি!
১। ক্যামেরা ভাল,
২। স্ক্রিন সাইজ বড়
৩। ব্যাটারি ব্যাকআপ ভালো
এই তিনটা জিনিস থাকতেই হবে।
আপনারা যদি আপনাদের মূল্যবান মতামত দেন তাহলে আমার জন্য অনেক উপকার হয়।
সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি মুশফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Samsung Galaxy S Dous কিনতে পারেন। ভাল হবে। কারন Symphony & Walton নতুন এসেছে। আর নতুন জিনিস সবসময় ভাল হয় না। সবচাইতে বড় কথা আপনি এতো গুল টাকা দিয়ে ফোন কিনবেন আর সেটা যদি কোন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হয় তাহলে মুডই আলাদা! আর ওইসব Symphony & Walton কিনলে মানুষ বলবে ওই ৪/৫ হাজার টাকা দিয়ে কিনেছে! আর দেখতেও ওরকমই লাগবে বলে আমার মনে হয়। আর Samsung Galaxy S Dous কনফিগারেশনও অনেক ভাল। দেখতে পারেন এখান থেকে http://www.gsmarena.com/samsung_galaxy_s_duos_s7562-4883.php । আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আর যেটাই কিনুন, বেস্ট অব লাক।
ধন্যবাদ।
http://www.facebook.com/mr22l

Sony,Samsung এই ব্র্যান্ড রাইখা চায়না কিনতে যাইবেন কেন?

এসব না কিনে সনি এর পি সেট টা কিনুন।অথবা এই দাম থেকে বাজেট অন্নুযায়ি কিনুন।নিশ্চিন্ত থাকুন।
Sony Smart Watch Tk 10,500/-
Xperia Z Tk 50,000/-
Xperia Z with Dock Tk 52,000/-
Xperia ZL Tk 48,000/-
Xperia TX Tk 33,500/-
Xperia T Tk 31,000/-
Xperia V Tk 33,000/-
Xperia Acro S Tk 31,000/-
Xperia Ion Tk 31,000/-
Xperia SL TK 29,000/-
Xperia S TK 28,500/-
Xperia P Tk 22,200/-
Xperia Go Tk 19,000/-
Xperia Sola Tk 18,000/-
Xperia J Tk 18,000/-
Xperia Neo L Tk 17,000/-
Xperia U Tk 16,000/-
Xperia Miro Tk 16,000/-
Xperia E dual Tk 14,000/-

https://www.facebook.com/sonymobilebd

ধন্যবাদ সবাইকে! সনি কিনলে বসুন্ধরার কোন দোকান থেকে কিনলে ভালো হবে?

ভাই আমি ওয়ালটন কিনেছি। কিনে পড়েছি বিপদে…. জানিনা আমার ভাগ্য খারাপ নাকি মোবাইলের!!! আমার মোবাইলের মডেল নং প্রিমো জি 2। অনেক দেখেশুনে, তাদের ওয়েব ভেরিফাই করে, অভিজ্ঞদের পরামর্শে কিনলাম এই সেটটি। কিন্তু দেখি, তাদের ওয়েব সাইটের তথ্যগুলোর সাথে আমার মোবাইলের আংশিক গড়মিল আছে।

* র‌্যাম ও ইন্টারনাল মেমোরি তথ্যমতো নেই।
* কোন কোন সময় হ্যং হয়ে যায়।
* রাতে ফুল চার্জ করে রাখলে সারাদিন ঠিকমতো ব্যবহার করা যায় না।
* নেট স্পীড তুলনামূলক কম। (অপারেটরের কারণেও হতে পারে)।
* ইচ্ছেমতো এ্যাপস ব্যবহার করতে পারি না। মেমোরি ফুল হয়ে যায়।
* ক্যামেরা রেজুলেশন 5 এমপি থাকলেও 4 আর ছবি প্রিন্ট করা যাচ্ছে না।

প্রিয় বন্ধু এই সব সমস্যার কথা তাদের জানালেও কোন সু পরামর্শ দিতে পারে নি বিক্রেতা ডিলার।
এই সেট নিয়েছিলাম খুব কষ্ট করে …. কিন্তু আমার আশানুরুপ ফলাফল পাচ্ছিনা বলে খুবই মন খারাপ থাকে যখনই মোবাইল ব্যবহার করি।

তাই আপনার প্রতি পরামর্শ ভালভাবে স্বচোখে দেখে যাচাই করে কিনুন। ধন্যবাদ।

@ সুজয় OMG!! আপনার কথা শুনে খুব খারাপ লাগলো!
এখান থেকে আমাকে এক্সপেরিয়া কিনতে সাজেস্ট করেছে বাট xpreia P এর ব্যাটারি মাত্র ১৩০৫ mAh-এর!! এটা নিয়েই কনফিউজড।

এই দামের ভিতরে স্যামসাং ভাল হবে না। সনির সেটগুলো ভাল। তবে এখন অনেকেই ওয়াল্টন আর সিম্ফোনি কিনতেছে।
সামনে আমিও কিনার প্ল্যান করতেছি। ওয়াল্টনের X1 টা কেনার সম্ভাবনা আছে।
আর হ্যা আপনার কাছে যেটা ভাল মনে হয় তাই করুন। 🙂

@হাসান ধন্যবাদ কমেন্টের জন্য। আমারো ওয়াল্টন-এর প্রতি একটা টান আছে! কিন্তু অনেকের কমপ্লেন শুনে মন খারাপ হয়! ওয়াল্টন এন১ কেমন হবে? কারো কোন ধারনা আছে?

মুশফিক ভাই, ধন্যবাদ আপনাকে আমার কমেন্ট পড়ার জন্য। ভাই আপনি আপনার টিউনে মোবাইল সেটের যে 3টি চাহিদা লিখেছেন, সেগুলোর সাথে সনির খুব মিল। তবে ভাই আপনি ব্যাটারির কথা বলেছেন, আমার মতে যদি ছবিই ভালোভাবে না তুলতে পারি, সব এ্যাপসই ভালভাবে ব্যবহার করতে না পারি, তাহলেতো ব্যাটারীর চার্জ থাকলেও আমার কোন লাভ নেই। ভাই এটা আমার একান্ত ব্যক্তিগত মন্তব্য।

আমি ওয়ালটন কেনার পর আমার অফিস কলিকদের সনি কিনতে দেখে অবাক হয়েছি, দুটো সেটের তুলনা দেখে। সনির ছবি রেজুলেশন খুবই ভাল। চার্জও ভাল ব্যাকআপ দেয়। তবে ভাই টাকা আপনার, আপনি দেখেশুনে ভালভাবে যাচাই করে কিনুন। এটা আমি আমার আগের মন্তব্যে বলেছি।

৥মুকুট ভাইকে অনেক ধন্যবাদ সনির প্রাইস লিস্ট দেয়ার জন্য। এই লিস্ট আমি 2 মাস আগে পেলে খুবই উপকার হতো।

যা হোক ৥মুশফিক ভ‍াই আপনার প্রতি শুভ কামনা রইল। সেট কিললে আপনার অনুভুতি ও অভিজ্ঞতাটা দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ।

সনি কিনলে কোন দোকান থেকে কিনলে ভালো হবে জানালে ভালো হত!!
@সুজয় ধন্যবাদ, আপনার মতামতের জন্য! আসলে ভাই একবার এত টাকা দিয়ে মোবাইল কেনার পর সমস্যা হলে আরেকটা কেনার মত ধনী নই, তাই একটু বুঝে শুনে কেনার চেষ্টা করছি। সনি পি কেমন? আপনার পরিচিত কেউ কি কিনেছে? সনি পি যদি ভালই হয় তাহলে আরেকটু বাজেট বাড়িয়ে সনি পি-ই কিনবো। আবারো আপনাকে ধন্যবাদ।

আমি Sony Xperia P ব্যবহার করি। অনেক ভাল। আপনি কিনতে পারেন। দাম আপনার বাজেটের চেয়ে কিন্তু বেশি হবে। ব্যবহার করে মজা পাবেন। কনফিগারেশন টা দেখে নিন http://www.gsmarena.com/sony_xperia_p-4436.php

@ মি. টুটুল চার্জ কেমন থাকে? আপনি কোথা থেকে কিনেছেন? আপনি তো AIUB-তে পরেন! আমিও কিন্তু AIUB-তে আছি!

আমারটা দেশের বাইরে থেকে কেনা। চার্জ ভালই থাকে। ওভারঅল সবদিকেই ভাল হবে। কিনতে পারেন। অবশ্য ১২ তারিখে আমি আরেকটা Xperia P কিনব। জিএফ এর জন্য!!! 😀 আপনি বসুন্ধরা থেকে কিনতে পারেন। ওখান থেকে কিনলেই ভাল হবে।

@ মি. টুটুল ধন্যবাদ! কিনে জানাবেন! কোন দোকান থেকে কিনলেন তাও জানালে ভালো হয়।
http://www.facebook.com/ashfakul.alam