কেমন আছেন সবাই? আশা করি ভালো।
বাজেট ১৭,০০০ টাকা এখন বুঝে উঠতে পারছি না কোন মোবাইল কিনব।ওয়াল্টন নাকি সিম্ফনি!
১। ক্যামেরা ভাল,
২। স্ক্রিন সাইজ বড়
৩। ব্যাটারি ব্যাকআপ ভালো
এই তিনটা জিনিস থাকতেই হবে।
আপনারা যদি আপনাদের মূল্যবান মতামত দেন তাহলে আমার জন্য অনেক উপকার হয়।
সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আমি মুশফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Samsung Galaxy S Dous কিনতে পারেন। ভাল হবে। কারন Symphony & Walton নতুন এসেছে। আর নতুন জিনিস সবসময় ভাল হয় না। সবচাইতে বড় কথা আপনি এতো গুল টাকা দিয়ে ফোন কিনবেন আর সেটা যদি কোন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হয় তাহলে মুডই আলাদা! আর ওইসব Symphony & Walton কিনলে মানুষ বলবে ওই ৪/৫ হাজার টাকা দিয়ে কিনেছে! আর দেখতেও ওরকমই লাগবে বলে আমার মনে হয়। আর Samsung Galaxy S Dous কনফিগারেশনও অনেক ভাল। দেখতে পারেন এখান থেকে http://www.gsmarena.com/samsung_galaxy_s_duos_s7562-4883.php । আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আর যেটাই কিনুন, বেস্ট অব লাক।
ধন্যবাদ।
http://www.facebook.com/mr22l