আমার কম্পিউটারে কি সমস্যা বুঝতে পারছিনা। আর এই সমস্যা প্রায় ছয় মাস ধরে হচ্ছে। এই সমসার সমাধান পাব কি না জানি কেউ আজ পর্যন্ত দিতে পারিনি। সমস্যা গুলো নিম্নে উল্লেখ করলাম।
*কোন মেমরী কার্ড/পেনড্রাইভে কোন কিছু কপি করতে গেলে কপি হয় মাখানে গিয়ে ডিসকানেক্ট হয়ে যায়। আমার পেনড্রাইভে কোন সমস্যা নেই। মাঝে মাঝে কম্পিউটারে হ্যাং করে।
*সিডি/ডিভিডি রাইট করতে গেলে রাইট হচ্ছে কিনতু ১০ থেকে ১৫% হয়ে বের হয়ে যাচ্ছে। আজ আমার ২টা ডিভিডি নষ্ট হয়েছে।
*এর জন্য উইনন্ডোজ৭ অনেক বার দিছি কাজ হয় না এমন কি পার্টিশন মুছে নতুন করে পার্টিশন তৈরী করেছি কোন কাজ হয় না।দয়া করে এই সমস্যার সমাধান দিতে পারেন কেউ।
আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
computer er Bios ta check kore dakhun, onek somai Virus attack a Bios software a problem hole amon hoi. Bios ta update kore dakhun. Ami sure apner computer a Virus roiase, Antivirus dia valo kore Chech kore dakhun.