আমি একটি ব্লগ সাইট তৈরী করতে চাই কি ভাবে করব অভিজ্ঞদের সাহায্য চাই

প্রিয় অভিজ্ঞ টিউনার ভাইয়েরা আসসালামুআলাইকুম। সবাই হয়তো নিজের কাজে ব্যস্ত থাকেন। এটাই স্বাভাবিক আমি অনেকের ব্লগ দেখে খুবই উৎসাহবোধ করছি, আমার যদি একটি ব্লগ থাকত, আর এটা যদি আমি নিজেই তৈরী করতে পারতাম। মনে অনেক আশা আমার নিজের প্ররিশ্রম আর আপনাদের জ্ঞানের দ্বারা যদি কাজটি করতে পারি তবে নিজেকে ভাগ্যবান মনে করব। ব্লগ তৈরীতে আমি সম্পূন্য নতুন এবং জ্ঞানহীন। প্রথমে আমি ভেবেছিলাম খুব সোজা পরে দেখি না জানার অনেক কিছু আছে আর সে শিক্ষা অভিজ্ঞজনের কাছ থেকে নিতে হবে। আমি একটি ব্লগ সাইট খুলেছি যতটুকু সাধ্যের মধ্যে ছিল করেছি আরো অনেক কিছু আছে যা আমার জ্ঞানের বাইরে।

আমার সাইট টা দেখেন http://walidstudio.blogspot.com/ কি অবস্থা কিছুই করা হয় নাই। আমি html এর কোডিং সম্পন্ধে ভালো বুঝি না কিভাবে বুঝা যা্য় দয়া করে জানাবেন।

আমি যে জিনিসগুলো শিখতে চাই তাহলোঃ

১। কিভাবে মেনুবার যোগ করব মেনু বারের ভিতর অংশটা কি ভাবে তৈরী করতে হয়।

২। কিভাবে ব্লগে পোষ্ট করব

৩। কিভাবে এ্যাড দেওয়া যায়

৪। টেকটিউনস এ আমার যে টিউনগুলো আছে তা কিভাবে আমার সাইটে নেওয়া যায়

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে ইমেইল করুন [email protected]

ব্লগষ্পট এ গুগল adsense এর ad চাইলে যোগাযোগ করবেন আমার সাথে।

Level 0

হোম পেজটা কিভাবে সুন্দর করব মানে মেনুবার যুক্তকরব এবং মেনু বারের যে কাজগুলি আছে তা কিভাবে করব জানাবেন

অতি শ্রীঘই আপনার ৪টি বিষয় নিয়ে আমি টিউন করার আশা আছে (দোয়া করবেন যেন তাড়াতাড়ি টিউন করতে পারি )