গুগল ক্রম সমস্যার সমাধান চাই , প্লিজ সাহায্য করুন

গুগল ক্রম যখন নতুন আসে তখন থেকেই আমি এর ভক্ত । এর দ্রুত পেজ লডিং আর খুব সহজ ইন্তেরফেস সত্যি যেকোনো ব্যাবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে ।
কিন্তু কিছুদিন থেকে আমি ক্রম এ একটা সমস্যার সম্মুখিন হচ্ছি । প্রথমে ভেবেছিলাম এটা মনে হই আমার ল্যাপটপের সমস্যা । কিন্তু পড়ে যখন দেখলাম এই একি সমস্যা আমার বন্ধুদের সাথেও হচ্ছে তখন বুঝলাম এটা হইত ক্রম এর নতুন ভার্সন টার সমস্যা । তাই দেরি না করে চলে আসলাম techtune এর কাছে । জানি আমার সমস্যা সুন্দর ভাবে শুধু সেই সমাধান দিতে পারে ।

আমার সমস্যা -

ক্রমে ব্রাওজিং করতে করতে হটাত করেই আমার ল্যাপটপ হাং করে , এরপর স্ক্রীন ব্ল্যাক হয়ে আবার নিজ থেকেই ঠিক হয়ে যায় । মাঝে মাঝে একটা ব্লু স্ক্রীন এসে পুরো ল্যাপটপ রিস্টার্ট নেই ।

এখন আমি কি করব ???

গুগল এ সমাধান খুজে না পেয়ে আমি দ্বারস্থ হলাম techtune এর । জানি হতাশ হবোনা ।

সাহায্যের অপেক্ষাই থাকলাম ।

Level 2

আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একই সমস্যা আমারও। আপডেট দিয়েছি। পিসি নতুন করে সেট আপও দিয়েছি কোন কাজ হয় নি।