সম্প্রতি আমার চাইনীজ বস আমাকে একটি HTC Desire V উপহার দিয়েছে। সেটটি চাইনীজ হওয়ায় আমি এতে Google Play Store এপটি ব্যবহার করতে পারছিনা। কিছুক্ষন গুগল করার পর বুঝতে পারলাম প্লে স্টোর ব্যবহার করতে হলে আমার সেটটি রুট করা থাকতে হবে। আর রুট করা থাকলে চাইনীজ কিছু অকাজের এপ থেকেও মুক্তি পাব। রুট করার বেশ কয়েকটি পদ্ধতি বিভিন্ন ওয়েবসাইটে দেয়া আছে। যেহেতু এটাই আমার প্রথম স্মার্টফোন আর রুট বিষয়ে অনভিজ্ঞ হওয়ায় আমার কাছে পদ্ধতি গুলো বেশ জটিল মনে হয়েছে। ভয় হচ্ছে সেটটা না আবার ব্রিক হয়ে যায়। তাই আমি রুট বিষয়ে অভিজ্ঞদের কাছে এই ব্যাপারে সাহায্য প্রার্থনা করছি।
আমার আরও একটি প্রশ্ন আছে, আমি যদি সেটটিতে রুট করার পর কোন কাস্টম রোম ইন্সটল না করি তাহলে কি অফিসিয়াল আপডেট গুলো পাব?
আশাকরি বরাবরের মত এবারও টেকটিউনস আমাকে সাহায্য করবে।
আমি emtiazemon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।