সাহায্যঃ শেয়ার মার্কেট সফ্টওয়্যার আর আমি।

শেয়ার মার্কেটে নতুন নেমে কঠিন ধরা খাওয়া অবস্থায় আছি। এখন অবস্থা হয়েছে এমন যে আমি পুরা ঠান্ডা। চুপ করে শুধু মার্কেটের শেয়ারের দাম ওঠা নামা দেখছি। শেয়ার মার্কেটে নেমে প্রথমদিকে প্রচুর লাফালাফি করেছি আর এখন, এহেম....এহেম।

বাংলাদেশের শেয়ার মার্কেটের উপর কোন ফোরাম পেলামনা। অনেক খুজছি, পাই নি। এইটাবা কিভাবে সম্ভব? ফোরাম থাকবেনা! শেষে যেটা বুঝলাম হয় আমি ইন্টারনেটে সার্চ পারিনা অথবা আসলেই শেয়ার মার্কেটের উপরে কোনো ফোরাম নাই। অবশ্যই আমি সার্চ পারি!!

শেয়ারের দাম দেখতে গিয়ে আরেক যন্ত্রনা। ডিএসইর সাইটে দাম ওঠা-নামা করে যে বারটি আছে, সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যাথা হয়ে যায়। এমনিতেই চোখ বলতে গেলে আমার নাই, চশমা ছাড়া কিছুই দেখিনা (এইটা নিয়ে অনেক দুঃখে আছি, ইয়ে মানে বিয়ে শাদীর পরে... :- ), শেয়ারের দামের দৌড়াদৌড়ি দেখে অবস্থা আরো কাহিল।

তাই দিলাম আবার ইন্টারনেটে সার্চ, দামের ওঠা-নামা একসাথে মনিটর করা যায় এমন কোন সফ্টওয়ার আছে কিনা, সেই খোজে। রেজাল্ট অনুমান করতে পারেন। তবে অবশ্যই আমি সার্চ পারি।

এই সফ্টওয়্যারের ব্যাপারে কেউ আমাকে হেল্প করেন প্লিজ!

আরেক্টু বিস্তারিত করি।

যেমন ধরেন, আমি এমন একটা সফ্টওয়ার এর খোজ চাচ্ছি, যেখানে আমি কোন কম্পানির শেয়ার এর কেনা দাম ইনপুট করতে পারবো, সফ্টওয়ারটা ইন্টারনেট এর সাথে কানেক্টেড থাকবে এবং চার-পাচ সেকেন্ড পরপর আপডেট হবে। আপডেটে সফ্টওয়ারটা আমাকে দেখাবে বর্তমানে আমার কেনা কম্পানিটির শেয়ারের বর্তমান দাম কত, এটা কত টাকা লাভে আছে বা লোকসানে আছে এবং কত পারসেন্ট লাভে এবং লোকসানে আছে। এভাবে আমি যদি আমার কেনা ১০-১২ টা কম্পানির পরিবর্তন একসাথে দেখতে পাই, তাহলে আমাকে আর ডিএসই সাইটএর বিরক্তিকর শেয়ার আপডেট বারের দিকে তাকিয়ে থাকতে হবেনা আর আন্ধাও হওয়া লাগবেনা।

যদি এমন কোন সফ্টওয়্যার না থাকে, কোন একজন এটা বানিয়ে গিফ্ট করবেন প্লিজ?

থ্যাঙ্কু।

Level 0

আমি furyb। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি এত কষ্ট না করে http://www.stockbangladesh.com এই সাইটের সাহায্য নিন।

download (Profita) from http://www.vyingbrain.com
also Download Microsoft .NET Framework 2.0 (22 MB).