সাময়িক সাহায্য প্রয়োজন। তবে অনেকের উপকার হবে

মোবাইল ফোনে উত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কোন হেল্পলাইন আছে? থাকলে প্রদান করে সহায়তা করুন। ১ টা রবি নাম্বারের বিরুদ্ধে অভিযোগ করব। RAB হল্বে ভাল হয়। কোন ওয়েব ঠিকানা থাকলে দিত্বে পারেন। রবি তে কর্মরত ক্বেও থাকলে সাহায্য করবেন।

জরুরি প্রয়োজন। আশা করসি এতে অন্য আর অনেকেরও উপকার হব্বে। 

Level 0

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন আগে ইন্টারনেট এ কোনো এক সাইট (মনে নেই) থেকে র্যাব সদর দপ্তর এর একটি নম্বর পেয়েছিলাম।নম্বরটি হল ০১১৯৯৬১৬২০৫ । সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য কখনো কল করা হয়নি। তাই কছু বলতে পারছি না নম্বরটি কতটা অথেন্টিক।তবে আপনি ট্রাই করে দেখতে পারেন,যদি আপনার কাজে লেগে যায়।ধন্যবাদ।

Dhonnobad…Tobe sure hole valo hoto…

ভাই আপনাকেও ধন্যবাদ। মানুষ মানুষের জন্য।আমরা যারা নিয়মিত এই টেকটিউনস এর ভিজিটর ও টিউনার,আমি মনে করি আমরা সবাই এক পরিবারের (TT-এর) সদস্য।এখানে একে অপরের দ্বারা উপকৃত হচ্ছ ।আমি এ পর্যন্ত অন্যদের দ্বারা উপকৃত হয়েছি কিন্তু কাউকে কিছু দিয়ে কোনো উপকার করতে পারিনি।এ জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

Level 0

Vai, Rab somvoboto kichui korbena..tara apnake sim change krte blbe..apnake thanay g.d krte hobe