Nikon এর একটা এস.এল.আর. কিনতে চাচ্ছি। বাজেট ৪৫০০০-৫০০০০ টাকার মধ্যে। অভিজ্ঞ কেউ থাকলে পরামর্শ দিয়ে উপকার করুন। কোত্থেকে কিনবো কোথায় সার্ভিসিং ভালো পাওয়া যাবে জানলে জানাবেন কাইন্ডলি 🙂
খুব বেশি প্রফেশনালিটির দরকার নাই। স্ট্যান্ডার্ড মানের এই বাজেটের ভেতর সর্বোত্তম টা ই খুজছি। ণিকন ছাড়াও যদি অন্য কোন ব্র্যান্ড কারো সাজেশন থাকে তাহলে জানাবেন।
আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dslr = nikon d5100, এর নিচে কোন মডেল কিনবেন না।১৮-৫৫ মিমি লেন্সে সাথে থাকে।
টাকা যদি সমস্যা না হয় তাহলে
১ d5100 body+ tamron 18-270 mm লেন্স কেনাই চিরস্থায়ী বুদ্ধিমানের কাজ হবে। এর থেকে কম টাকার ভাল ক্যমেরা ও লেন্সে হবে না।
২ একটা ট্রাই পড অত্যন্ত জরুরী।
৩ পরে সময় মতন টাকা জমিয়ে 35mm prime লেন্সে কিনে নেবেন।