Google webmaster এর ব্যাপারে সাহায্যে হাত বাড়াবেন কেউ?

আমার সাইটটা google এ সাবমিট করলাম আছ ২বছর হয় কিন্তু কিছুদিন যাবত google এ আমার সাইটটি সার্চ দিলে কোন প্রকার সার্চ দেখায় না। Webmaster Tool এ প্রথমে DNS server error দেখিয়েছিল তা আমি Whois পরিবর্তন করে তা Fixed করি। বর্তমানে আমার Webmaster Tool এর ড্যাসবোর্ডে সব ঠিক ই দেখায় কিন্তু আমার সাইট এ যে সব URL  গুগল index করেছে তার যেকোন টা দিয়ে সার্চ দিলে কোন রেজাল্ট নেই। সমস্যাটা বুজতে পারছি না। অথচ Yahoo,bing এ learn24bd.com দিয়ে সার্চ দিলে  ঠিক ই রেজাল্ট। প্লিস এক্সপার্টদের সাহায্য কামনা করছি।

এখন কি আমি নতুন মেইল একাউন্টে সব নতুন করে সাবমিট করবো (তাতে কি আমার সাইটের ব্যাপারে সার্চ ইন্জিনে ক্ষতি হবে?)

নাকি Google কে এই ব্যাপারে সার্পোট মেইল দিব? ( এই ক্ষেত্রে কেউ mail address টা দিয়ে সাহায্য করবেন)

অথবা আপনার কোন প্রকার সাহায্য যদি আমাকে এতটুকু গাইট দিতে পারে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।

আমার Webmaster Tool এর  screenshot দিলাম।

Level 2

আমি meenctg। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple life,simple think


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস