আমি গত কয়েকদিন হল pdproxy তে gp সিম দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করে আসছি, techtunes এর দয়ায়। কিন্তু আমি যেখানে থাকি সেখানে gp নেট এর আবস্থা খুবই খারাপ। নেট থাকে না বললেই চলে।আনেক কষ্টে চালাতে হয়। রবি সিম দিয়ে pdproxy ব্যাবহার করা যাবে কিনা যানি না। যদি রবি সিম দিয়ে ব্যাভার করা যেত তাহলে আমার জন্য খুব সুবিধা হত।
অভিজ্ঞ দের কাছে আমার প্রশ্ন, রবি সিম দিয়ে কি pdproxy তে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করা যায়?? যদি যায় তাহলে সেটা কিভাবে??
দয়া করে সাহায্য করুন।
ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।
আমি এস, এম, রাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।