সাহায্যঃ WordPress Templete এর বিষয়ে help চাই।

Word Press এর কোন Template use করে Tectunes, বিজ্ঞানপ্রযুক্তি ইত্যাদি website গুলো বানানো হয়েছে জানালে উপকৃত হব। আমি একটা পাইছিলাম, কিন্তু ওইটাতে error দেখায়।
আমি আরও কিছু website এ একই রকম Template দেখেছিলাম। কিন্তু আমি নিজে ওইটা খুজে পাচ্ছিনা। আর আরেকটা কথা, আমি wordpress অতটা ভাল করে use করতে পারি না। তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।
ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জিতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কাজ ছারা কিছুই ভাল লাগেনা.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই আপনার কথা আমি বুঝতে পারছি। আমি যত টুকু জানি Tectunes, বিজ্ঞানপ্রযুক্তি, হাসান ভাই এর ব্লগ ইত্যাদি website গুলো Thesis Theme দিয়ে তৈরী। এগুলো অনেক টাকা খরচ করে কিনতে বা তৈরী করে নিতে হয়। আর আপনি যেহেতু wordpress অতটা ভাল করে use করতে পারেন না। তাই আপনি বিভিন্ন website এ ফ্রি wordpress Theme ডাউনলোড করে ব্যবহার করতে পারে। http://www.themesjunction.com এই সাইটটিতে অনেক সুন্দর সুন্দর থীম আছে, দেখতে পারন। ধন্যবাদ আপনাকে।
আমার এই টিউনটি দেখুন— https://www.techtunes.io/how-to/tune-id/19528/

কি সমস্যা সেটা জানান আর সার্চ করলে অনেক থিম পাবেন এমনকি বাংলা থিমও যদি না পান আমাকে মেইল করলে আমি বাংলা থিম পাঠিয়ে দেব।

    শাকিল আরেফিন আমার লাগবে—–
    আমাকে ০ পাঠাবেন

    [email protected]

    Level 2

    ভাই আমাকেও কিছু থীম পাঠাবেন প্লিজ। [email protected]

    শাকিল আরেফিন ভাই আমার সোনার বাংলা ব্লগকে টেকটিউনের মতো করে তৈরি করতে চাচ্ছি কিন্তু কিছুতেই পারছি না।এ ব্যপারে আপনার সাহায্য সহযোগীতা আমার একান্ত প্রয়োজন।আশা করি টপ টিউনার হিসাবে আমাকে নিরাশ করবেন না।আর আপনারা আমাকে সহযোগীতা না করলে আমি আর যাব কোথায়?