আমি ইউএই তে থাকি। আমার ক্যাম্পে একটি ওয়াইফাই কানেকশান আছে। সেটা সব ইন্ডিয়ানরা ইউজ করে। আমি তাদের টাকার বিনিময়ে ওয়াইফাই ইউজ করব এটা বলার পরও তারা তার পাসওয়ার্ড দিচ্ছে না। তারা ইন্ডিয়ান ছাড়া আর কোন দেশের মানুষকে ওয়াইফাই কানেকশানটা শেয়ার করেনা। কিন্তু আমার ওয়াইফাই ইউজ করাটা খুব দরকার।ওয়াইফাই নেটওয়ার্কটা http://www.etisalat.ae এর। তাই আমি তাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা হ্যাক করে ইউজ করতে চাই। আমি এজন্য অনেক সফটও্য়্যার ব্যবহার করেছি। কিন্তু হচ্ছেনা। আমি অনেকগুলে ভিডিও টিউটোরিয়ালও দেখেছি। সেখানে যে সফটও্য়্যারগুলো দিয়ে তারা হ্যাক করে আমি তার ডাউনলোড লিন্ক অনেক চেষ্টা করেও খুঁজে পাচ্ছি না। সফটওয়্যার গুলো হল- 1. skyhook_wireless_software.rar 2. Wireless_hack_bot_v.5.0 3. CommView for WiFi 4. Network Stumbler 5. $ñ4pcr4cK3rz-Team
কেউ কি আমাকে এই ব্যাপার এ কোন সাহায্য করতে পারেন। কিভাবে আমি পাসওর্য়াডটা জেনে ওয়াইফাইটা ইউজ করতে পারব.......
আমি muradpavel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।
আপনি যে ধরনের কাজ করতে ইচ্ছা প্রকাশ করছেন তার জন্য সুপার কম্পিউটার লাগবে ভাই। আর না হলে এক পাসওয়ার্ড বের করতে অনেক …অনেক … সময় লাগবে
তবে সুপার কম্পিউটার ছাড়া সফল হওয়ার আশা টা অনেক কম।