টেকটিউনের টিউন দেখে ওয়ার্ড প্রেস নিয়া খেলতে গিয়েছিলাম কিন্তু অল্পের জন্য গোল হচ্ছে না।টেকি ভাইরা হেল্পান।

আমি টেকটিউনের টিউটোরিয়াল দেখে ওয়ার্ড প্রেস নিয়ে ফুটবল খেলতে খুব ইচ্ছা জাগে। যখনি ইচ্ছা তখনি ঝটপট কাজে লেগে গেলাম। আমি .cz.cc দিয়া একটা ফ্রি ডোমেইন আর http://www.byethost.com এ ফ্রি হোস্টিং খুল্লাম। টিটি দেইখা ভালই ওয়েবসাইট টা তৈরি করলাম কিছুদিন আগে। কিন্তু আজকে দেখি আমার হোম পেজে এবং এডমিন প্যানেলে
gu লেখা দেখা যাচ্ছে আগে ছিল না। স্ক্রিনশট দেখুন

image

image

তবে হ্যা আমি এর আগে কিছু ফ্রি প্রিমিয়াম বাংলা থিম ও থিসিস থিম ইন্সটল করছিলাম এবং কিছু প্লাগইন ও।

আমার আর একটা সমস্যা হলো আমি কিছুখন আগে ওয়ার্ড প্রেস থেকে Atahualpa থিমটি ইন্সটল করেছি কিন্তু সমস্যা টা হল আমার মোবাইলের অপেরামিনি তে মাঝের কলাম আর ডান দিকের কলাম এক হয়ে যাচ্ছে কিন্তু ফোনের মেইন ব্রাউজারে এরকম হচ্ছে না। ফোন এর মেইন ব্রাউজারে একদম ঠিক আছে। নিচে স্ক্রিনশট দেখুন।

image

image

এই ওয়েবসাইট টা টেকটিউন টিউটোরিয়াল দেখে বানানো তাই আপনাদের কাছেই সাহায্য চাইলান। আমার কোন কম্পিউটার নাই তাই পুরা ব্লগ আমি আমার সিম্ফনি ডাব্লিউ ১০ দিয়ে বানানো। কাজে বুঝতেই পারছেন কর কষ্ট করছি। ব্লগ টা একবার দেখে আসবেন প্লিজ এবং সাহায্য করবেন। ব্লগ লিংক http://www.projukti.cz.cc

Level 0

আমি মোঃ আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস